Monday, January 25, 2016

এস,আর প্লাজার টয়লেটে পা রাখলে গুণতে হচ্ছে টাকা,ক্রেতাদের মনে বিরূপ প্রতিক্রিয়া


স্টাফ রিপোর্টার।।  মৌলভীবাজারের গুরুত্বপূর্ণ প্রতিটি এলাকায় একটি করে পাবলিক টয়লেট রয়েছে। কোনো কোনো এলাকায় এ সংখ্যা একাধিক। কিন্তু এগুলোর বেশিরভাগই ব্যবহারের অযোগ্য। এসব নোংরা টয়লেটকে ঘিরেই চলছে লাখ লাখ টাকার বাণিজ্য।সেখানে গেলেই দেখা যায় এমন চিত্র উঠে আসে নানান অনিয়মের কথা। টিক একি কায়দায় অবলম্বন করছে শহরের এস আর প্লাজা মার্কেটের কর্তৃপক্ষ এই মার্কেটের পাবলিক টয়লেট ছিল ক্রেতা ও বিক্রেতার জন্য ফ্রি কিন্ত সেখানে আদায় করা হচ্ছে অতিরিক্ত অর্থ।

সরজমিনে গিয়ে দেখা গেলো এক অপ্রত্যাশিত ঘটনা, এস আর প্লাজা মার্কেটের ১ম তলার পাবলিক টয়লেটটি একজন ক্রেতা  ব্যবহার করে বাহিরে আসতেই টয়লেটের সামনে বসা একজন তরুণ টয়লেট ব্যবহারের ফি ১০টাকা দাবী করে বসলে মুহূর্তের মধ্যে টয়লেট ব্যবহারকারী ব্যক্তির সঙ্গে টয়লেট ফি দাবী কারী তরুণের প্রচণ্ড বাকবিতণ্ডার ঘটনা ঘটে। 

এদিকে এস আর প্লাজার সংখ্যাধিক মোবাইল বিক্রয়ের দোকান মালিকরা অগ্রদৃষ্টিকে বলেন, এস আর প্লাজার পাবলিক টয়লেটটি মূলত ফ্রি'ই ছিল। কিন্তু ক্রেতা- বিক্রেতারা টয়লেটটি ব্যবহার করলেও কেউই পরিস্কার, পরিচ্ছনতার ব্যাপারে যত্নবান নয়।এছাড়া এস আর প্লাজার মালিক পক্ষ মার্কেট পরিস্কার, পরিচ্ছনতার ব্যাপারে সম্পূর্ণ অমনোযোগী।
এর পরিপ্রেক্ষিতে পুরো মার্কেটের পরিস্কার ও পরিচ্ছন্নতার কথা বিবেচনা করে আমাদের দোকান মালিকদের পক্ষ থেকে দুজন লোককে টয়লেট পরিস্কার ও পরিচ্ছন্নতার দায়িত্ব দিয়েছি।
তবে আমরা স্বীকার করছি যে, টয়লেট ব্যবহার করে টাকা দিতে হবে এটি একদম সঠিক নয়, অনেকে এ কথাও যোগ করেন।

এস আর প্লাজার অনেক মোবাইল বিক্রয়ের দোকান মালিকরা জানান, প্রতিদিন ৫/১০ টাকা উনারাও দিচ্ছেন,যদিও এটি নির্দিষ্ট কারণবশত। 
এদিকে সম্প্রতি বিভিন্ন তথ্যসূত্রে জানাগেছে,  মৌলভীবাজার জেলা  শহরের বহু পাবলিক টয়লেট ইজারা দেয়া হয়েছে। ইজারা দেয়ার পর থেকেই জনসেবার বিষয়টি গেছে
হারিয়ে। সেবার নামে এসব টয়লেট গোডাউন হিসেবে ভাড়া, অবৈধ বিদ্যুৎ সংযোগ, পানি বিক্রি, গাড়ি ধোয়া, মাদক ব্যবসা, এমনকি রাতে থাকার কাজেও ব্যবহার করা হচ্ছে। আর এসব ব্যবসার মাধ্যমে হাতিয়ে নেয়া হচ্ছে লাখ লাখ টাকা। বেশিরভাগ টয়লেটের ইজারার মেয়াদ শেষ হলেও মামলায় স্থগিতাদেশের মাধ্যমে তা দখলে রাখা হয়েছে। এ সুযোগে একদিকে যেমন বছরের পর বছর সিটি করপোরেশনের কাঁধে বিল চাপিয়ে দেয়া হচ্ছে, অন্যদিকে টয়লেটগুলো ব্যবহার করতে পারছে না সাধারণ মানুষ।
সরেজমিন মৌলভীবাজার জেলা কয়েকটি পাবলিক টয়লেট ও মার্কেটের টয়লেট  ঘুরে পাওয়া গেছে বিস্তর অভিযোগ। সেসব অভিযোগের অন্যতম হলো, ব্যবহারকারীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করা হয়। নিয়ম অনুযায়ী পায়খানার জন্য ৩ টাকা এবং প্রস্রাবের জন্য ২ টাকা করে আদায় করার কথা। কিন্তু আদায় করা হচ্ছে গড়ে ১০ থেকে ১৫ টাকা করে ।

Wednesday, January 20, 2016

অসাধারণ প্রতিভাবান এহসাসুল বারী এক মায়ের অক্লান্ত পরিশ্রমের ফসল


বিশেষ প্রতিনিধিঃ একজন মায়ের অক্লান্ত পরিশ্রমের ফসল তার সন্তান, বোধকরি সেই সন্তান যখন মায়ের অবর্ণনীয় কষ্টের যথাযথ মূল্যায়ন দেয়,যেমন সেই সন্তান সুশিক্ষায় শিক্ষিত হয়, উত্তম চরিত্রের অধিকারী হয়; তখনই কেবল একজন মা সীমাহীন কষ্টের কথা ভুলে যায় চিরতরে এবং বিশাল সপ্ন দেখে সেই ছেলেকে নিয়ে।
এক গর্বিত মায়ের অসাধারণ প্রতিভাবান ছেলের নাম এহসাসুল বারী, ছেলেটি মায়ের একমাত্র সন্তান।
সেই ছেলে অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের ঢাকাতে তার শিক্ষা জীবন শুরু করেছিল। প্লে গ্রুপ থেকে শুরু করে এখন সে প্রথম শ্রেণীতে পড়ছে।মায়ের মুখের কথা শুনেই শুধু নয়, ছেলেটির সঙ্গে কথা বলে অনুমেয় হলো ছেলেটি অসাধারণ প্রতিভাবান। এহসাসুল বারী এখন পর্যন্ত প্রতিটি পরিক্ষায় প্রত্যেক সাবজেক্টে ১০০ মার্ক A+ পেয়ে উত্তীর্ণ হয়েছে।

সামগ্রিক ও সুশিক্ষার জন্য আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের যে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান সুনাম অর্জন করেছে অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল তাদের মধ্যে অন্যতম। ব্রিটেনের বিখ্যাত ক্যামব্রিজ কারিকুলামের আওতায় জুনিয়র ও সিনিয়র সেকশনে ঢাকায় কয়েকটি ভিন্ন ক্যাম্পাসে এই স্কুলের শিক্ষা প্রদান করা হয়। এটি ঢাকার একমাত্র ইংলিশ মিডিয়াম স্কুল যা প্রাইমারি থেকে ‘এ’ লেভেল পর্যন্ত সরাসরি ক্যামব্রিজ কারিকুলাম অনুসরণ করে। পরিচ্ছন্ন ক্যাম্পাস, আধুনিক শিক্ষাপদ্ধতি, দক্ষ ব্যবস্থাপনা ও অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী সমন্বয়ে সন্তানকে সফল ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে অনন্য ও ব্যতিক্রমধর্মী একটি শিক্ষা প্রতিষ্ঠান অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল।
ঢাকা শহরে অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলই একমাত্র স্কুল যেখানে ‘ও’ এবং ‘এ’ লেভেলের পাশাপাশি প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরেও ক্যামব্রিজ কারিকুলামে পড়াশোনা করানো হয়। সাধারণত ইংরেজি মাধ্যম স্কুলগুলো ‘ও’ এবং ‘এ’ লেভেল শাখাতেই আন্তর্জাতিক কারিকুলাম অনুযায়ী শিক্ষাদান করে। কিন্তু এই স্কুল ব্যতিক্রম। এখানে আন্তর্জাতিক কারিকুলাম শুরু হয় প্রাথমিক স্তর থেকেই। ‘ও’ এবং ‘এ’ লেভেল পরীক্ষার মতই ৫ম ও ৭ম শ্রেণীতে সরাসরি ক্যামব্রিজ ইউনিভার্সিটির অধীনে সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এহসাসুল বারী অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের প্রথম শ্রেণীর একজন ছাত্র।
জানাগেছে, এহসাসুল বারী অসাধারণ প্রতিভাবান হওয়ার কারণে তাকে উক্ত স্কুলের সকল শিক্ষকরাও খুবই স্নেহ দৃষ্টিতে দেখেন।
এহসাসুল বারী এবং তার মা শাহজাদি সুলতানা শিউলি মোহাম্মদ পুর, ঢাকার একটি বাসাতে বসবাস করছেন। এহসাসুলের বাবা সাইফুল বারী (বাচ্চু) যুক্তরাজ্য প্রবাসী।
তাদের দেশের বাড়ি সিলেট অঞ্চলের মৌলভীবাজার সদর থানার কাজির বাজার(বেকামুড়)।

Friday, January 15, 2016

রাঙ্গুনিয়ার পারুয়ায় রাবার ড্যাম বদলে দিয়েছে ৫ ইউনিয়নের চাষাবাদ




জগলুল হুদা, রাঙ্গুনিয়া : চট্টগ্রামের রাঙ্গুনিযা উপজেলার পারুয়া ইউনিয়রে ৪নং ওয়ার্ডের পারুয়া ইছামতি নদীর উপর নির্মিত রাবার ড্যামের উদ্ধোধন আগামী ১৬ জানুয়ারী।  রাবার ড্যামটির আনুষ্ঠানিক উদ্ধোধন করবেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি। এদিকে পারুয়া ইছামতি নদীর উপর গড়ে উঠা রাবার ড্যামটি বদলে দিয়েছে ৫ ইউনিয়নের মানুষের সার্বিক চিত্র। নতুন রাবার ড্যামের কারণে ইউনিয়নগুলোর ২ হাজার একর অনাবাদি জমিতে বর্তমানে নতুনভাবে চাষাবাদ হচ্ছে। এছাড়াও পারুয়া ইউনিয়নের সঙ্গে স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়ন, লালানগর ইউনিয়ন, ইসলামপুর ইউনিয়ন ও রাজানগর ইউনিয়নের সঙ্গে যোগাযোগ ব্যবস্থায় নতুন মাত্রা যোগ হয়েছে। এছাড়াও রাবার ড্যামের সৌন্দর্য উপভোগ করার জন্য প্রতিদিন দূর-দূরান্ত থেকে শত শত পর্যটকদের উপস্থিতি চোখে পরার মতো। রাবার ড্যাম হওয়ার আগে ৫টি ইউনিয়নের ২ হাজার একর জমি অনাবাদি থাকত। এসব এলাকার জমিতে চাষাবাদ থেকে বঞ্চিত ছিল শত শত কৃষক। এখন অনাবাদি জমিতে কৃষিকাজ ও সবজি চাষাবাদে এলাকার আর্থ-সামাজিক উন্নয়নের ক্ষেত্রে পরিবর্তন হতে শুরু করেছে। রাবার ড্যাম ও ব্রিজ নির্মিত হওয়ায় এলাকার কৃষক সমাজ ও পিছিয়ে পড়া জনগোষ্ঠী নতুনভাবে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে। ইছামতি রাবার ড্যাম এলাকার বিস্তীর্ণ অংশে মৎস্য চাষে অপার সম্ভাবনার দ্বার উম্মোচন হয়েছে। রাবার ড্যাম প্রকল্প পরিচালক বিএডিসির চিফ ইঞ্জিনিয়ার মো. হাফিজ উল্লাহ জানান, কৃষি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) সার্বিক তত্ত্বাবধানে জলবায়ু ট্রাস্টের অর্থায়নে ১৪ কোটি টাকা ব্যয়ে পারুয়া সৈয়দ নগর এলাকায় রাবার ড্যাম প্রকল্প শুরু হয়। পুরো কাজ শেষ হওয়ায় এলাকার হাজার মানুষের ভাগ্য পরিবর্তনে ব্যাপক ভূমিকা রাখছে এবং কৃষিকাজে অভূতপূর্ব বিপ্লব ঘটতে শুরু করেছে।


Thursday, January 14, 2016

জাতীয় অনলাইন অগ্রদৃষ্টি মৌলভীবাজার জেলা শাখার অফিস উদ্বোধন


স্টাফ রিপোর্টার।। কুয়েত বাংলাদেশ এর যৌথ পরিচালনায় কুয়েত সরকার অনুমোদিত জাতীয় অনলাইন টিভি ও পত্রিকা  অগ্রদৃষ্টি মৌলভীবাজার জেলা শাখা অফিসের উদ্বোধন করা হয়েছে। গতকাল মৌলভীবাজার জেলার অন্তরগত কাজীর বাজারে সন্ধ্যা ৬টার দিকে অগ্রদৃষ্টি অফিস উদ্বোধন অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়। মোঃনুরুল হক এর সভাপতিত্বে অগ্রদৃষ্টির সম্পাদক মণ্ডলীর সভাপতি এবাদুল হক দুলুর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,প্রাণীবিদ্যা বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক মৌলভীবাজার সরকারি কলেজ মোঃ সেলিম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অনলাইন অগ্রদৃষ্টি মিডিয়া গ্রুপের পরিচালক আ হ জুবেদ, সাপ্তাহিক পাতাকুঁড়ির দেশ এর সম্পাদক নুরুল ইসলাম শেফুল,বাংলানিউজ নেটওয়ার্ক ডটকম ও নিউনেশন পত্রিকার বিশেষ প্রতিনিধি মছব্বীর আলী, বাংলানিউজ ২৪ ও দৈনিক জনতা মৌলভীবাজার জেলা প্রতিনিধি মাহবুবুর রহমান রাহেল প্রমুখ।
অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, অগ্রদৃষ্টির বিশেষ প্রতিনিধি সাংবাদিক বদরুল আলম চৌধুরী ও মোবাইল ফোনে যোগদেন অগ্রদৃষ্টির সাস্থ্য বিষয়ক নিয়মিত লেখক, কবি ডাঃ ফারহানা মোবিন, বিশেষ প্রতিনিধি এম,এস ইসলাম,অগ্রদৃষ্টি অনলাইন টিভির মহাপরিচালক-রাশেদ মোশাররফ পাঠান প্রমুখ। উক্ত আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, অগ্রদৃষ্টির প্রচার ও প্রকাশনা সম্পাদক বদরুল এইচ জুসেফ। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কাজীর বাজার অফিস প্রধান, এম বি সোহানবেগসহ অনলাইন ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন পেশার অসংখ্য লোকজন উপস্থিত ছিলেন।

Wednesday, January 13, 2016

৫ বছর আগের সব মামলা দ্রুত নিষ্পত্তি করতে হবে


লক্ষ্মীপুর: প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, আদালতে অনেক পুরাতন মামলা রয়েছে, যা নিষ্পত্তি হয়নি। এতে আমি মর্মাহত। ৫ বছর আগের (২০১১ সালের আগের) সব মামলা দ্রুত নিষ্পত্তি করতে হবে। ৩০ লাখ মামলার চাপ সহ্য করতে পারব না। 

বুধবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় লক্ষ্মীপুর সার্কিট হাউসের সম্মেলন কক্ষে প্রথম ত্রৈমাসিক জুডিশিয়াল কনফারেন্স ২০১৬-তে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি বিচারক ও আইনজীবীদের বিচারকাজ আরও তরান্বিত করতে আহ্বান জানান।

তিনি বলেন, আইন সোজা, আইনের কোনো বাঁকা রাস্তা নেই। পুলিশের বেশ কিছু ত্রুটি থাকে তদন্তে। অভিযোগ আছে তারা গড়িমসি করেন। পুলিশ ডাকাতি মামলা নেয় না। ডাকাতি মামলা নিলে পুলিশের নাকি রেকর্ড খারাপ হয়ে যাবে। অভিযোগ আসলে হুবহু নেওয়া হয় না। পুলিশ তাদের মতো করে অভিযোগ লিখে নেয়। এতে প্রকৃত ঘটনা পরিবর্তন হয়ে যায়।

তিনি বলেন, আদালত বর্জন কোনোমতে গ্রহণযোগ্য নয়। কথায়-কথায় আদালত বর্জন করা যাবে না। আইনজীবী ও বিচারকদের বিভেদ ভুলতে হবে। কোনোভাবেই বিচারপ্রার্থীরা যেন হয়বানি না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।

উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্য করে তিনি বলেন, সংবাদপত্র দেশের একটি স্ট্রং পিলার। যখনই অন্যায় হয়, অনিয়ম হয় তা মিডিয়া তুলে ধরে। মিডিয়া অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে কাজ করছে।

প্রধান বিচারপতি বলেন, বিচার বিভাগ সুসংহত হলে বঙ্গবন্ধুর স্বপ্নের শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা হবে। বিচার বিভাগ যদি সুসংহত হয়, তাহলে এ দেশে বঙ্গবন্ধুর স্বপ্নের শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা করা যাবে। আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে সবাইকে ইগোইজম ছাড়তে হবে।

লক্ষ্মীপুর আইনজীবী সমিতির সম্প্রসারিত নতুন ভবন নির্মাণকে কেন্দ্র করে আইনজীবীদের আদালত বর্জনের বিষয়টি অনভিপ্রেত উল্লেখ করে প্রধান বিচারপতি বলেন, এটা আইনজীবী ও বিচারকদের জন্য কাম্য নয়। এতে বিচারপ্রার্থীরা ভোগান্তির শিকার হন। বাধাগ্রস্ত হয় বিচার বিভাগের কার্যক্রম। 

এ সময় তিনি সরকারি জমিতে নির্মাণাধীন সমিতির নতুন ভবণ নির্মাণের কাজ বন্ধ ও তা অপসারণ করতে আইনজীবীদের প্রতি আহ্বান জানান। এছাড়া ‍অন্য কোনো স্থানে আইনজীবীদের ভবন নির্মাণ করে দেওয়ার আশ্বাস দেন।

জেলা ও দায়রা জজ মো. আখতার হোসেনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদার, জেলা প্রশাসক মোহাম্মদ জিল্লুর  রহমান চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জি এইচ এম আব্দুর নুর ও সাধারণ সম্পাদক রফিক উল্লাহ।

এরআগে দুপুর ১টায় জেলা ও দায়রা জজ ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পরিদর্শন করেন প্রধান বিচারপতি। 

নারী-নির্যাতন, বাল্য বিয়ে প্রতিরোধে আগৈলঝাড়ায় র‌্যালী, ক্যাম্পেইন, মেলা ও আলোচনা সভা


অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে :
বরিশালের আগৈলঝাড়ায় নারী নির্যাতন, বাল্য বিবাহ প্রতিরোধে মাদারীপুর লিগ্যাল এইড এসোসিয়েশনের উদ্যোগে ইউনিয়ন ক্যাম্পেইন ও গ্রাম আদালত মেলা-২০১৬ অনুষ্ঠিত হয়েছে। এই উপলক্ষে গতকাল বুধবার সকালে উপজেলা সদরের বিভিন্ন সড়কে র‌্যালী শেষে এসএম বালিকা বিদ্যালয় হলরুমে লিগ্যাল এইড ম্যানেজার নাজমা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান জসীম সরদার, মলিনা রানী রায়, মহিলা বিষয়ক কর্মকর্তা দিপীকা রানী সেন, আওয়ামীলীগ নেতা মজিবর সেরনিয়াবাত, বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নির্মলেন্দু বাড়ৈ, রাজিহার ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস, ইউপি সদস্যা হাফিজা বেগম প্রমুখ।

বীরগঞ্জে প্রতিপক্ষের হামলায় ২ মহিলা হাসপাতালে


এন.আই মিলন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় ২ মহিলা হাসপাতালে চিকিৎসাধীন।
উপজেলার মরিচা ইউনিয়নের বাসুদেবপুর গ্রামের মৃতঃ সিরাজ উদ্দিনের পুত্র আনারুল ইসলাম (৩১)  এর নেতৃত্বে জিয়ারুল ইসলাম (২৭), জহিরুল ইসলাম সানি (১৯), সিরাজ উদ্দিনের স্ত্রী জেবুন নাহার (৩৫) ও কন্যা শারমিন আক্তার (২৫) পূর্ব শত্রুতার জেরে তুচ্ছ ঘটনায় ১১ জানুয়ারী সকাল ১০ টায় প্রতিবেশী লিয়াকত আলীর স্ত্রী সাদিয়া খাতুন (৩৫) এর উপর হামলা চালালে মৃতঃ জমিরউদ্দিনের পুত্র ইয়াকুব আলি (৪০) ও ইয়াকুব আলীর হাসিনা বেগম (৩২) এগিয়ে এসে তাদের রক্ষা করতে চাইলে হামলাকারীদের আঘাতে সাদিয়া খাতুন ও হাসিনা বেগম রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যায়। তাদের চিৎকারে প্রতিবেশী আলগীর, রাশেদা, শাহিনুর উদ্ধার করে বীরগঞ্জ বীরগঞ্জ সরকারি হাসপাতালে নিয়ে এসে ভর্তি করে।
সংবাদ পেয়ে গেলে দেখা যায় উক্ত ইউপি সদস্য রজিবুল ইসলাম, আওয়ামীলীগ নেতা সিদ্দিক হোসেন  আহতদের দেখতে আসে।
এসময় আহতরা ও এলাকাবাসী জানায় হামলাকারীরা টাকার জোরে দীর্ঘদিন ধরে তাদের সঙ্গে দূর ব্যবহার করে আসছে। যা এলাকাবাসী সকলে জানে। অপর দিকে হামলাকারীরাও শাকদিয়ে মাছ ঢাকার জন্য হাসপাতালে ভর্তি হয়েছে বলে জানা যায়।
এ রিপোট রেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে বলে জানা যায়।

রাঙ্গুনিয়ায় নদী ও সড়ক পথে বাঁশ পাচার : লক্ষ লক্ষ টাকার রাজস্ব হারাচ্ছে সরকার


জগলুল হুদা, রাঙ্গুনিয়া : চট্টগ্রামের রাঙ্গুনিয়ার উপজেলার নদী ও সড়কপথে বেপরোয়াভাবে বাঁশভর্তি ট্রাক ও নদীপথে চালি তৈরি করে পাচার হচ্ছে বাঁশ। বন বিভাগের কর্মকর্তা কর্মচারীদের যোগসাজশে অবৈধ পথে বাঁশ পাচার হওয়ায় রাজস্ব হারাচ্ছে সরকার। অন্যদিকে উজাড় হচ্ছে সরকারি বেসরকারিভাবে বনায়নকৃত বাঁশ বাগান। পার্বত্য চট্টগ্রামের সংরক্ষিত বনাঞ্চল থেকে শতাধিক চোরাই বাঁশ পাচারকারী সিন্ডিকেট কাপ্তাই জেটি ঘাট হয়ে চট্টগ্রাম ও চট্টগ্রামের বিভিন্ন জেলায় পাচার হচ্ছে প্রতিদিন । রাঙ্গামাটির জেলার কাপ্তাই ইছামতি , রাঙ্গুনিয়া, পোমরা চেক ষ্টেশন, হাটহাজারী, কাপ্তাই রা¯তার  মাথাসহ অর্ধ শতাধিক চেক ষ্টেশন ম্যানেজ করে নির্দিষ্ট স্থানে পাচার করছে পাচারকারী সিন্ডিকেট । প্রতিদিন কমপক্ষে শতাধিক ট্রাক ভর্তি করে বাঁশ চট্টগ্রাম কাপ্তাই সড়ক পথে পাচার করে। অন্যদিকে নদীপথে কাপ্তাই নতুন বাজার কর্নফুলি নদী, ইছামতি নদীর রানীর হাট হয়ে বাঁশের চালি তৈরি করে পাচার করা হচ্ছে। বনাঞ্চল উজাড় করে বাঁশ পাচার করার ফলে বৃক্ষশূন্য হয়ে পড়েছে জানান পরিবেশ সচেতনরা। অপরদিকে কাপ্তাই বাঁধের উপর থেকে কর্ণফুলি কাগজ কলের ঠিকাদাররা কাগজ কলে বাঁশ সরবরাহ না করে খোলা বাজারে বিক্রি করে কোটি কোটি টাকার মালিক হয়েছেন। বাঁশ ব্যবসা সহজ ও লাভবান হওয়ায় সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে এ ব্যবসার প্রতি ঝুঁকে পড়েছেন অনেকেই। নাম প্রকাশ না করা শর্তে কাপ্তাইয়ের জনৈক কাঠ ব্যবসায়ী জানান, কাপ্তাই জেটিমুখ ফরেস্ট ষ্টেশন, রাম পাহাড় বিট, চন্দ্রঘোনা ফরেস্ট স্টেশন, পোমরা চেক ষ্টেশনসহ বিভিন্ন ফরেস্ট চেক ষ্টেশনে প্রতি ট্রাক বাঁশ থেকে ৭শ থেকে ১ হাজার চাঁদা নেয়।  স্থানীয় সূত্রে জানা গেছে, ট্রানজিট পাস (টিপি) নিয়ে উপজেলার রাজানগর ইউনিয়নের রানীরহাট বাজার থেকে ৮/১০ টি ট্রাকের মাধ্যমে প্রতিদিন হাজার হাজার বাঁশ দেশের বিভিন্ন স্থানে পরিবহন হয়ে থাকে। প্রতিহাজার বাঁশে ১৪’শ টাকা রাজস্ব পায় সরকার। একটি ট্রাকে ১৫০০-২০০০ বাঁশ পরিবহন করা যায়। কিন্তু ২ হাজার বাঁশের স্থলে প্রায় আড়াই থেকে তিন হাজার পর্যন্ত পরিবহন করে ব্যবসায়ীরা। প্রতি ট্রাকে প্রায় এক হাজার বাঁশ অতিরিক্ত পরিবহন হওয়াতে সরকার অতিরিক্ত ১৪শ’ টাকা রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। অতিরিক্ত বাঁশের জন্য ৭শ’ টাকা নিচ্ছে ইছামতি রেঞ্জ। বাণিজ্যিক বাঁশ পরিবহনে দৈনিক ৯ হাজার ৮শ’ টাকা রাজস্ব হারাচ্ছে। এ খাত থেকে সরকার প্রতিমাসে ২ লাখ ৯৪ হাজার টাকা রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। মরিয়ম নগরের বাঁশ ব্যবসায়ী আহমদ হোসেন জানান, ট্রানজিট পাস(টিপি) নিয়ে বাঁশ সরবরাহ করা হচ্ছে তবে টিপির চেয়ে বেশি বাঁশ নিলে বন বিভাগ ও স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করতে হয় ।
টিপির বাইরে বাঁশ বোঝাই ট্রাক থেকে অতিরিক্ত টাকা নেয়ার অভিযোগ অস্বীকার করে রাঙ্গুনিয়ার ইছামতি রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা দিলোয়ার ইসলাম জানান, নদী ও সড়কপথে বাঁশ পাচার রোধে সজাগ রয়েছি।



সাভারে সাব-রেজিস্টার অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের কর্মবিরতি


জাকির সিকদার : সাভারে সাব-রেজিষ্টার অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা সকল প্রকার কাজ বন্ধ রেখে অফিসের সামনে কর্মবিরতি পালন করেছেন। গতকাল মঙ্গলবার সকাল ৯ টায থেকে বিকাল ৫ টায় পর্যন্ত সাভার সাব-রেজিস্টার অফিসের কর্মকর্তা কর্মচারীরা সকালে কাজে যোগ দিতে এসেই কর্মবিরতি পালন করেন। জানা যায়, সাভার সাব রেজিস্টার অফিসের করনীক পদে দীর্ঘদিন ধরে এই পদটি শূন্য রয়েছে। এই পদে ওই অফিসের সিনিয়র নকলনবীশ মো: নুরুল আমিন দায়িত্ব পালন করে আসছেন। এমনি অবস্থায় আইজিআর অফিস থেকে হঠাৎ করে রাসেল নামে একজন জুনিয়র লোককে করণীক পদে নিয়োগ দিয়ে সাভার সাবরেজিস্টার অফিসে যোগদান করতে পাঠালে তিনি সাব রেজিস্টারকে তার নিয়োগ পত্র দেখিয়ে দায়িত্ব বুঝে নেওয়ার অনুমতি চায়। এঘটনায় সাব-রেজিস্টার অফিসের সকল কর্মকর্তা কর্মচারীদের মাঝে 

পৌঁছালে তারা কাজ বন্ধ করে বিষয়টি নিয়ে তোলপাড় সৃষ্টি করে। সাবরেজিস্টারে বরাবর অভিযোগ করেন যে নিয়ম অনুযায়ি এই অফিসের নকলনবীশ থেকে যে কোন সিনিয়র কর্মকর্তা কর্মচারী এই পদে নিয়োগ পাবেন। কিন্তু আইজিআর অফিস তাদের খামখেয়ালিভাবে একজনকে এই পদে নিয়োগ করেছেন বলে অভিযোগ করেন নকলনবীশরা। এসময় সাব রেজিস্টার অফিসের সামনে কর্মকর্তা কর্মচারীরা আইজিআর আরে কালো হাত বেঙ্গে দাও গুড়িয়ে দাও বলে অফিসের সামনে বিক্ষোভ করেন।ওই কর্মকর্তাকে প্রত্যাহার করে না নিলে তারা অনিদিষ্ট কালের জন্য কর্মবিরতি পালন করবেন বলে হুমকি প্রদান করেন।

কনজ্যুমার ইলেকট্রনিক্স শো-২০১৬ তে স্যামসাং ইলেকট্রনিক্স জিতে নিলো ১০০টির ও বেশি পুরষ্কার


ঢাকা থেকেঃ  কনজ্যুমার ইলেক্ট্রনিক্স, সেমি কন্ডাক্টর ও টেলিযোগাযোগ শিল্পে সংস্কারক হিসেবে বিশ্বের শীর্ষস্থানীয় কনজ্যুমার ইলেকট্রনিক্স স্যামসাং ইলেকট্রনিক্স নেতৃত্ব দিয়ে আসছে। স্যামসাং ইলেক্ট্রনিক্স লাস ভেগাসে অনুষ্ঠিত কনজ্যুমার ইলেকট্রনিক্স শো-২০১৬ তে বিভিন্ন বিভাগে ১০০টির ও বেশি পুরষ্কার জিতে নিয়েছে। স্যামসাং হোম এন্টারটেইনমেন্ট, হোম অ্যাপ্লায়েন্স, মোবাইল এবং ইন্টারনেট অব থিংস এর মতো গুরুত্বপূর্ণ বিভাগে এই পুরষ্কারগুলো জিতে নেয়। এই শো টি হচ্ছে কনজ্যুমার টেকনোলজিস এর ব্যবসায়িক উন্নয়নের জন্য কর্মরত কোম্পানীগুলোর একটি বৈশ্বিক সম্মেলন। সিইএস এ অংশগ্রহণকারী প্রতিষ্ঠান ও প্রকাশনা সংস্থাগুলো বরাবরের মতো এবারও কনজ্যুমার ইলেকট্রনিক্স বিভাগে হোম এন্টারটেইনমেন্ট, মোবাইল এবং হোম অ্যাপ্লায়েন্স বিভাগে স্যামসাংকে নেতৃত্বদানকারী সংগঠন হিসেবে স্বীকৃতি দিয়েছে।
স্যামসাং সিইএস ২০১৬ তে যে সকল পুরষ্কার জিতে নেয় তার মধ্যে রয়েছে বেস্ট ইনোভেশন টিভি অ্যাওয়ার্ড সহ ৩৮ টি ইনোভেশন অ্যাওয়ার্ড। প্রায় ৩৬০০ কোম্পানীর অংশগ্রহণে অনুষ্ঠিত ইভেন্টটিতে স্যামসাংকে তাদের বিভিন্ন অবদানের জন্য বেশ কিছু মিডিয়া ও ইন্ডাস্ট্রি অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়।
স্যামসাং ইলেকট্রনিক্স উত্তর আমেরিকার প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রেসিডেন্ট গ্রেগরি লী বলেন, “স্যামসাং সবসময় গ্রাহকদেরকে আবিষ্কারের মাধ্যমে নতুন কিছু দেওয়ার চেষ্টা করে যা তাদের কর্মব্যস্ত জীবনকে বন্ধু, পরিবার ও সহকর্মীদের সাথে যুক্ত রাখতে সাহায্য কওে এবং এগুলো প্রয়োগের ক্ষেত্রে ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।” তিনি আরও বলেন, “ সিটিএ এবং ইন্ডাস্ট্রি উভয়ের কাছ থেকে সম্মান জনক এই স্বীকৃতি পাওয়ায় আমরা গর্বিত। গ্রাহকদের প্রাত্যাহিক জীবনের অংশ হিসেবে আমাদের পণ্যের প্রদর্শনের জন্য আমরা অপেক্ষা করছি। ”
স্যামসাংয়ের ২০১৬ সালের অ্যাওয়ার্ড জয়ী পণ্য গুলো হচ্ছে:
ক্স বিশ্বের প্রথম বেজেল বিহীন কার্ভড টিভি স্যামসাং কেএস৯৫০০ সিরিজ কার্ভড এসইউএইচডি টিভি জিতে নিয়েছে রিভিউড ডট কম এডিটরস চয়েস অ্যাওয়ার্ড, এইচডি গুরুস টপ পিক অ্যাওয়ার্ড এবং টেক রাডারের বেস্ট সিইএস অ্যাওয়ার্ড।
ক্স ফ্যামিলি হাব যুক্ত স্যামসাংয়ের ৪ ডোর ফ্লেক্স রেফ্রিজারেটরটি ৮টির ও বেশি পুরষ্কার জিতে নিয়েছে যার মধ্যে রয়েছে রিভিউড ডট কম এডিটরস চয়েস অ্যাওয়ার্ড, মেন’স হেলথ বেস্ট অব সিইএস, সেরা স্মার্ট হোম ডিভাইস হিসেবে টম’স গাইড বেস্ট অব সিইএস এবং ম্যাশেবলের বেস্ট টেক অব সিইএস অ্যাওয়ার্ড।
ক্স অ্যাড ওয়াশ যুক্ত স্যামসাংয়ের ফ্রন্ট লোড ওয়াশার রিভিউড ডট কম এডিটরস চয়েস অ্যাওয়ার্ড লাভ করে।
ক্স স্যমসাংয়ের গ্যালাক্সি প্রো এস ডিজিটাল ট্রেন্ডস টপ টেক অব সিইএস, টেক রাডারের বেস্ট সিইএস অ্যাওয়ার্ড, এনগ্যাজেটসের বেস্ট অব সিইএস ফাইনালিস্ট,ট্যবলেট ক্যাটাগরীতে পিসিম্যাগসের বেস্ট অব সিইএস এবং টেকনো বাফেলোর বেস্ট অব সিইএস অ্যাওয়ার্ড সহ ১০টিরও বেশি অ্যাওয়ার্ড জিতে নিয়েছে।
ক্স স্যামসাং এর নতুন আল্ট্রা-লাইটওয়েট নোটবুক নাইন কে টেকনো বাফেলোর বেস্ট অব সিইএস অ্যাওয়ার্ড এবং পকেট-লিন্টস বেস্ট ল্যাপটপ ও ট্যবলেট অব সিইএস লিস্ট এ ভূষিত করা হয়।
ক্স স্যামসাংয়ের ক্ষুদ্রাকৃতির পোর্টেবল এসএসডি টি৩ টেকলিশিয়াস বেস্ট অব সিইএস অ্যাওয়ার্ড পায়।

স্যামসাং ইলেকট্রনিক্স কোম্পানী লিমিটেড সম্পর্কে:
অভিনব এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও প্রযুক্তির মাধ্যমে স্যামসাং ইলেকট্রনিক্স কোঃ লিঃ বিশ্ব পরিবর্তনের অঙ্গীকার নিয়ে টিভি, স্মার্টফোন, পরিধানযোগ্য ডিভাইস, ট্যাবলেট, ক্যামেরা, ডিজিটাল অ্যাপ্লায়েন্স, প্রিন্টার, মেডিকেল সরঞ্জাম, নেটওয়ার্ক সিস্টেম, সেমিকন্ডাকটর এবং এলইডি সলিউশনে যুগান্তকারী সমাধান প্রদান করছে। স্মার্ট হোম এবং ডিজিটাল হেলথ ইনিশিয়েটিভ এর মাধ্যমে প্রতিষ্ঠানটি “ইন্টারনেট অফ থিংস” এ অগ্রণী ভূমিকা পালন করছে। প্রতিষ্ঠানটিতে বিশ্বজুড়ে ৮৪টি দেশে ৩০৭,০০০ জন কর্মী কাজ করে এবং বাৎসরিক আয় ১৯৬ বিলিয়ন মার্কিন ডলার। 

Tuesday, January 12, 2016

ফখরুল-মওদুদদের বিরুদ্ধে অভিযোগ গঠন পেছালো


ঢাকা প্রতিনিধিঃ  রমনা থানার বিস্ফোরক মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ ও মির্জা আব্বাসসহ ৪১ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে। অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ৩০ মার্চ দিন ধার্য করেছেন আদালত।
আসামিপক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ রুহুল আমিন বুধবার নতুন এ দিন ধার্য করেন।
মামলার অভিযোগ গঠন শুনানির নির্ধারিত দিন বুধবার কারাগার থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ বেশিরভাগ আসামি আদালতে হাজির না হওয়ায় তাদের আইনজীবী এ্যাডভোকেট সৈয়দ জয়নুল আবেদীন মেজবা অভিযোগ গঠন পেছানোর জন্য সময় আবেদন করেন। আদালত আবেদন মঞ্জুর করে নতুন দিন ধার্য করেন।

মাদ্রাসা ছাত্ররা সহিংসতা চালিয়েছে বিনা বাধায়

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ায় গতকাল মঙ্গলবার দিনভর মাদ্রাসা ছাত্রদের সহিংস বিক্ষোভের পর আজ বুধবার সেখানে একেবারে উল্টো চিত্র বিরাজ করছে।
স্থানীয় সংবাদদাতারা বলছেন, গতকাল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পরও গভীর রাত পর্যন্ত শহরজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছিল।
কিন্তু আজ সকাল থেকেই শহরে পরিস্থিতি একেবারে স্বাভাবিক।
শুধুমাত্র আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতি এবং যেসব স্থানে ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে সে স্থান না দেখলে বোঝারই উপায় নেই গতকাল সেখানে এত বড় তাণ্ডব হয়ে গেছে।
সংবাদদাতারা জানাচ্ছেন, মঙ্গলবারের সহিংসতার শিকার রেলস্টেশন, ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীত বিদ্যালয়, আওয়ামীলীগ কার্যালয় ইত্যাদি ঘটনাস্থলগুলো অবিকল পড়ে রয়েছে।
সেসব জায়গায় এখনো কেউ হাত দেয়নি।
এ নিয়ে এই প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় কোনও মামলাও হয়নি বলে জানাচ্ছেন সংবাদদাতারা।
গতকালের এই সহিংসতায় বিকেল পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কার্যত কোনও বাধা দেয়নি বলেও অভিযোগ রয়েছে।
এর কারণ কি?
বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে ক্ষমতাসীন আওয়ামী লীগের স্থানীয় সংসদ সদস্য উবাইদুল মুক্তাদির চৌধুরী বলেন, "প্রশাসন বড় ধরণের শক্ত অবস্থানে যায়নি এজন্য যে আর কোন হতাহতের ঘটনা ঘটুক এটা প্রশাসন চাইছিল না।"
"আমরাও চাইনি। আমরা আমাদের যেসব কর্মী আছে তাদেরকে মবিলাইজ করতে পারতাম। কিন্তু আমরা অনেক চিন্তাভাবনা করে দেখেছি যে এটাকে আমরা পলিটিকালি নিয়ে যাব না।"
"দোকানদারদের সাথে একটা ঘটনা ঘটে জানমালের ক্ষতি হয়ে গেছে। কিভাবে হয়েছে এটা আমরা জানিনা, একটা মৃত্যু ঘটেছে। কিন্তু আরো যাতে মৃত্যু না হয় সেটা এড়ানোর চেষ্টা করেছিলাম।"
এই মনোভাবকে তারা নমনীয় মনে করে তারা তাণ্ডব চালিয়েছে বলে উল্লেখ করেন এমপি মি. চৌধুরী।
উল্লেখ করা যেতে পারে, ব্রাহ্মণবাড়িয়া শহরে একটি কওমি মাদ্রাসার পাশে বাজারে মোবাইল ফোন কেনা নিয়ে বাক-বিতণ্ডা থেকে মাদ্রাসাটির ছাত্রদের সাথে ব্যবসায়ীদের সংঘর্ষ হয় গত সোমবার।
সংঘর্ষে পুলিশ এবং সরকার দলের ছাত্র সংগঠন ছাত্রলীগও জড়িয়ে পড়েছিল।
পরে সংঘর্ষে আহত এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হলে মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন মাদ্রাসা থেকে শত শত ছাত্র লাঠিসোটা নিয়ে শহরটিতে বিক্ষোভ মিছিল বের করে।
বিক্ষোভকারি মাদ্রাসার ছাত্ররা রেল লাইন এবং সড়ক অবরোধ করে অন্যান্য জায়গার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় এবং বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্রে অগ্নিসংযোগ, হামলা, ভাংচুর চালায়।