Monday, February 29, 2016

অস্কারের জ্বলজ্বলে হীরাগুলো কার?

অগ্রদৃষ্টি ডেস্ক: প্রতিবছরই লস অ্যাঞ্জেলসে একাডেমী অ্যাওয়ার্ডের অনুষ্ঠানে হাজির তামাম তারকারা পড়ে আসেন জ্বলজ্বলে সব হীরার গয়না।
গতকাল হয়ে যাওয়া ৮৮তম একাডেমী অ্যাওয়ার্ডের অনুষ্ঠানেও তার ব্যত্যয় ঘটেনি।
হীরার গয়নার কোন কোনটির দাম টাকার অংকে কয়েক কোটি ছাড়িয়ে যায়।
কোন কোনটি আবার দুষ্প্রাপ্য রত্নও।
২০০৮ সালের একাডেমী অ্যাওয়ার্ডের অনুষ্ঠানে নিকোল কিডম্যান যে হীরার গয়না পড়ে এসেছিলেন, তার দাম ছিল সত্তর লক্ষ ডলার।
২০১৫ সালে অস্কার জয়ী অভিনেত্রী লুপিতা নিয়ঙ দেড় লাখ ডলার দামের যে পোশাকটি পড়েছিলেন, তাতে ছয় হাজার মুক্তা বসানো ছিল।
তবে, এখনো পর্যন্ত সবচেয়ে দামী গয়না পড়ে এসেছিলেন গ্লোরিয়া স্টুয়ার্ড।
তার গলার হারটির দাম ছিল দুই কোটি ডলার।
তবে, এসব গয়না পড়ার ক্ষেত্রে তারকারা খুব কমই নিজেদের গাটের পয়সা খরচ করেন।
তাহলে সেসব হীরার মালিক আসলে কে?
বিশ্বখ্যাত ডিজাইনার নেইল লেইন বলছেন বিভিন্ন নামকরা গয়না প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো এ ধরণের বড় ইভেন্টে নিজেদের গয়না তারকাদের পড়তে দেয়।
তাতে পণ্যের বিজ্ঞাপনও হলো আবার অনুষ্ঠানের চাকচিক্যও পুরোপুরি বজায় থাকলো।
বিষয়টি অনুষ্ঠানের আয়োজক এবং গয়না কোম্পানি দুই পক্ষের জন্যই ‘উইন-উইন’ সিচুয়েশন অর্থাৎ লাভজনক একটি অবস্থা বলে মনে করেন ডিজাইনার লেইন।

কুমিল্লায় শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার

কুমিল্লা প্রতিনিধিঃ  কুমিল্লায় এক শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ।
সকালে মনোহরগঞ্জ থানার দিশাবন্দ বাজারের পাশেই নয় বছর বয়সী ছেলেটির লাশ পাওয়া যায়।
মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপুল চন্দ্র ভট্ট জানান, সকালে একটি বস্তা দেখে সন্দেহ হওয়ায় স্থানীয় লোকজন থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
শিশুটির নাম রিয়াদ।
শিশুটির বাবা মোহাম্মদ খোকন পুলিশকে জানিয়েছেন, রিয়াদ রাত এগারোটা পর্যন্ত বাজারে ছিল।
সেখানে তার সমবয়সী কয়েকজন শিশুর সঙ্গে সন্ধ্যায় হাতাহাতির ঘটনাও ঘটেছিল।
পরে রাতে সে আর বাড়ি ফেরেনি।
সকালে বাজারের পাশে একটি খালি জায়গায় একটি বস্তা দেখে সন্দেহ হওয়ায় স্থানীয় লোকজন থানায় খবর দেয়।
পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
তবে, কেন এবং কীভাবে শিশুটিকে হত্যা করা হয়েছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য দিতে পারেনি পুলিশ।

এটিএম জালিয়াতিতে প্রায় ৫০ ব্যক্তি-প্রতিষ্ঠান জড়িত


ঢাকা: এটিএম জালিয়াতির ঘটনায় বাংলাদেশের প্রায় ৫০ ব্যক্তি ও প্রতিষ্ঠান জড়িত বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মনিরুল ইসলাম। 

মঙ্গলবার (০১ মার্চ) দুপুর ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। 

এটিএম জালিয়াতির ঘটনায় আটক পিটার সেজেফান মাজুরেকসহ ৩ ব্যাংক কর্মকর্তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে এসব তথ্য বেরিয়ে হয়ে আসে বলে জানান ডিএমপির অতিরিক্ত এ কমিশনার। 

জালিয়াতির ঘটনায় জড়িতদের মধ্যে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ও ব্যাংক কর্মকর্তা রয়েছেন। 

জিজ্ঞাসাবাদে এটিএম বুথের চেয়ে পস মেশিনের মাধ্যমে বিভিন্ন সুপার সপ থেকে তারা বেশি টাকা হাতিয়ে নিয়েছে বলেও জানান ডিএমপির এ কমিশনার

কুয়েতে প্রকৌশলীদের সমাবেশ

আল আমিন রানা :  বিশেষ প্রতিনিধি
বাংলাদেশ ডিল্পোমা ইঞ্জিনিয়ার সোসাইটি কুয়েত (বাদেশীক) এর সাধারণ সদস্যদের উদ্যোগে কুয়েতস্থ গ্রীন আইসল্যান্ড পার্কে ২৬শে ফ্রেরুয়ারী ২০১৬ ইং রোজ শুক্রবার প্রকৌশলী সমাবেশ ও মিলন মেলা ও আলোচনা সভা, সাংস্কৃকিত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 বাদেশীককে আরো গতিশীল করার লক্ষ্যে উক্ত আলোচনা সভায় বাদেশীকের সিনিয়ার সদস্য ইফতেখার হামিদ কে আহবায়ক করে ১৭ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটির ঘোষনা করা হয়।
উক্ত অনুষ্ঠানে বাদেশীকের সকল সদস্যবৃন্দ ও তাদের পরিবার পরিজন এবং কুয়েতের বিভিন্ন সামাজিক, রাজনৈতীক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিশুদের ও বড়দের বিভিন্ন আকর্ষণীয় খেলাধুলার আয়োজন করা হয় এবং খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকৌশলী কাজী মঞ্জুরুল আলম, সামছুল হক, মাহাবুব আলম, ইদ্রিস আলী, হুমায়ুন কবির রেজা, হযরত আলী, বাদল, ফরহাদ, তুহিন, শামীম, আবু সাইদ, এনায়েত, মান্নান,মাহমোদ,জসিম,নিরুপন চাকমা,শামিম প্রমুখ।

কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য হলেন কুলাউড়ার জীবন

নিজস্ব প্রতিবেদকঃ ছাত্রলীগের ৩০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিতে সদস্যের দায়িত্ব পেয়েছেন সংগঠনের ত্যাগী ঢাকা কলেজ ছাত্রলীগ নেতা মোঃ জীবন রহমান। ২২ ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যায়
ছাত্রলীগের প্যাডে সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কমিটি
ঘোষণা করা হয় কিন্তু ওখানে ২৭জন সদস্যদের নাম প্রকাশ পায়নি যারা সদস্য হয়েছেন তাদের জানিয়ে দেওয়া হয়েছে ।
মোঃজীবন রহমান'র  গ্রামের বাড়ি মৌলভীবাজার জেলার কুলাউড়া  উপজেলায়।
বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ারে এর আগে তিনি,ধানমন্ডি ল' কলেজের আওয়ামী আইন ছাত্র পরিষদের সহ সভাপতি,  বাংলাদেশ আওয়ামী আইন ছাত্র পরিষদের কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের সহ সম্পাদক, ঢাকা কলেজ ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন।
এদিকে, ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে স্থান পাওয়ায় মোঃজীবন রহমানকে অভিনন্দন জানিয়েছে ঢাকা কলেজ ছাত্রলীগ।

রাঙ্গুনিয়ায় আকষ্মিক ঝড়ে শতাধিক ইটভাটা লন্ডভন্ড : ৫ কোটি টাকার ক্ষতি

রাঙ্গুনিয়া প্রতিনিধি : রাঙ্গুনিয়া উপজেলার বিভিন্ন স্থানে শতাধিক ইটভাটায় আকষ্মিক টানা ২ দিনের ঝড়ে লন্ডভন্ড হয়েছে। এতে প্রায় ৫ কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানায় উপজেলার ইটভাটা মালিক সমিতির নেতৃবৃন্দ। ইট ভাটার ভরা মৌসুমে আকস্মিক ঝড়ে মালিকরা ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। ক্ষতি কাটিয়ে উঠতে হিমশিম খাচ্ছে তারা।
জানা যায়, উপজেলার বিভিন্ন স্থানে গড়ে উঠা শতাধিক ইটভাটায় মৌসুমের শুরুতেই ভাটায় ইট তৈরির মহাযজ্ঞ শুরু হয়। সবকিছু ঠিকটাক মত চললেও টানা ২ দিনের ঝড়ে সব কিছু লন্ডভন্ড হয়ে যায়। মুহুর্তে ধ্বংস লীলায় পরিণত হয় পুড়ানোর জন্য রাখা কাঁচা ইট। এতে প্রায় ৫ কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়। উপজেলার ইসলামপুর, দক্ষিন রাজা নগর, রাজা নগরসহ বিভিন্ন ইউনিয়নের শতাধিক ইট ভাটার দেড় শতাধিক মালিকের ইটভাটায় মাথায় হাত পড়েছে। ক্ষতিগ্রস্ত ইটভাটার মধ্যে বিএমবি, এ.এম.ডি, এস.এ.এবি, এফ.বি.আই, এস.এস.বি, এম.এম.ডি, কি.ডি.এম, কে.বি.এম, কে.বি.আই, এইচ.এ.বি, এম.এম, এম.এম.বি, ডি.এম.সি, বি.এম.বি, নুরানি ইটভাটা সহ শতাধিক ইটভাটায় ক্ষতিগ্রস্থ হওয়ায় ভাটা মালিকরা অর্থনৈতিক ভাবে দিশেহারা হয়ে পড়েছেন। অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্থ হয়ে অনেক ইটভাটার মালিকরা ভাটা চালাতে হিমশিম খাচ্ছে।
রানীরহাট ডিএমসি ইটভাটার মালিক মোহাম্মদ ইউসুফ চৌধুরী জানান, ২ দিনের ঝড়-বৃষ্টিতে ইটভাটার মারাত্বক ক্ষতি হয়েছে। ক্ষতির মধ্যে লক্ষ্য লক্ষ্য কাঁচা ইট নষ্ট হয়ে গেছে। এতে অর্থনৈতিক ভাবে চরম ক্ষতির স্বীকার হয়েছি। নতুন ভাবে আবার কাঁচা ইট তৈরিতে ইটভাটায় ব্যাপক অর্থ বিনিয়োগ করতে হবে।    
ইটভাটা মালিক সমিতির আহবায়ক মো. কামাল উদ্দিন চৌধুরী জানান, ইট তৈরি মুহুর্তে ভাটায় লক্ষ লক্ষ কাঁচা ইট ঝড়ে মারাত্বক ক্ষতিগ্রস্থ হয়। কোন কোন ইটভাটার অধিকাংশ কাঁচা ইট পানিতে গলে সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। আবার অধিকাংশ ইটভাটার ইট পুড়ানো অবস্থায় বৃষ্টিতে মারাত্বক ক্ষতি হয়। প্রচন্ড ঝড়ে ক্ষতিগ্রস্ত হয় ইটভাটা।  

বীরগঞ্জে পুরোহিত যজ্ঞেশ্বর হত্যার প্রতিবাদে মানববন্ধ অনুষ্ঠিত হয়েছে।

এন.আই.মিলন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ঃ বীরগঞ্জে হিন্দু বৌদ্ধ, খৃষ্টান ঐক্য পরিষদ ও দূর্গাপূজা উদর্যাপন পরিষদের উদ্দ্যোগে মহারাজ যজ্ঞেশ্বর রায়কে হত্যা, সংখ্যালঘুদের উপর হামলা ও ধর্মীয় প্রতিষ্ঠান ভাংচুরের প্রতিবাদে মানববদ্ধন অনুষ্ঠিত হয়েছে।
২৯ ফেব্রুয়ারী সোমবার বেলা ১১ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বীরগঞ্জ উপজেলা হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান ঐক্য পরিষদ ও দূর্গাপূজা উদর্যাপন পরিষদের উদ্দ্যোগে পুরাতন শহীদ মিনার চত্ত্বরে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার গৌড়িয় মঠ মন্দিরের পুরোহিত  মহারাজ যজ্ঞেশ্বর রায়কে হত্যা, সংখ্যালঘুদের উপর হামলা ও ধর্মীয় প্রতিষ্ঠান ভাংচুরের প্রতিবাদে মানববদ্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন চলা কালে দিনাজপুর পঞ্চগড় মহাসড়কে এক ঘন্টা যান চলাচল বন্দ ছিলো।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন হিন্দু বৌদ্ধ, খৃষ্টান ঐক্য পরিষদের  সাধারণ সম্পাদক প্রভাষক চিত্তরঞ্জন রায়, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যাপক কালীপদ রায়, বীরগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ খয়রুল ইসলাম চৌধুরী, পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ মোশারফ হোসেন বাবুল, উপজেলা কমিউনিষ্ট পার্টি সভাপতি প্রশাস্ত কুমার সেন, জয়নন্দ ইস্কন মন্দিরের অধ্যক্ষ গোবর্ধন হরিদাস, কাহারোল উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক ডা. রাজেন্দ্র নাথ দেবনাথ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব মাঈনদ্দিন অহম্মেদ, সাধারণ সম্পাদক আবু সামা মিয়া ঠান্ডু, সদস্য বাবু বিমল চন্দ্র দাস, বীরগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আবেদন আলী, বীরমুক্তিযোদ্ধা এস এম এ খালেক, বীরগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি মীর কাশেম লালু প্রমুখ।
বক্তাগণ অবিলম্বে উক্ত ঘটনার সাথে জড়িত সন্ত্রাসী ও দুঃস্কৃতকারীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দ্রত বিচারের আহব্বান জানান।

বিএনপি চেয়ারপারসন পদে নির্বাচনের তফসিল ঘোষণা -১৯ মার্চ

জাকির সিকদার::  বিএনপির জাতীয় কাউন্সিলকে সামনে রেখে দলটির চেয়ারপারসন ও সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনের লক্ষ্যে তফসিল ঘোষণা করা হয়েছে। সোমবার বেলা ১১ টার দিকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার এ তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২ মার্চ সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত নির্বাচন পরিচালনায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে স্থাপিত অস্থায়ী অফিসে রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কাছ থেকে মনোনয়ন সংগ্রহ করা যাবে। মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ৪ মার্চ, যাচাই-বাছাই ৫ মার্চ ও প্রত্যাহারের শেষ দিন ৬ মার্চ। ১৯ মার্চ এই দুই পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। তফসিল ঘোষনার সময় জমির উদ্দিন সরকার বলেন, ‘এই দুই পদে প্রতিদ্বন্দ্বিতাকারী নিজে কিংবা লিখিতভাবে মনোনীত তার নির্বাচনী এজেন্টদের মাধ্যমে মনোনয়নপত্র সংগ্রহ, জমাদান, প্রত্যাহার এবং ভোট গণনার সময় উপস্থিত থাকবে পারবেন। এই দুই পদে প্রার্থী হতে হলে বয়স
কমপক্ষে ৩০ বছর হতে হবে। এছাড়া তাকে অবশ্যই দলের চাঁদাদাতা সদস্য হতে হবে।’
শীর্ষ এ দুটি পদের নির্বাচন পেছানোর সম্ভাবনা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আল্লাহ যদি না চান তাহলে নির্বাচন পেছানোর কোনো সম্ভাবনা নেই।এই দুই পদে নির্বাচন ও দলের কাউন্সিল সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য তিনি সরকারের সহযোগিতা চান।

সিলেটে আটক ডাকাত,বিপুল মালামাল উদ্ধার

সিলেট প্রতিনিধি:  সিলেটে আটক আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্যের দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী ‍অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মালামাল উদ্ধার করেছে পুলিশ।

উদ্ধার হওয়া মালামালের মধ্যে রয়েছে ৫০ ভরির বেশি স্বর্ণালঙ্কার, দেশি-বিদেশি প্রায় ৫ লক্ষাধিক টাকা, ২ কেজি ইমিটেশনের গহনা, ৩৬টি মোবাইল সেট, ৬টি ল্যাপটপ ইলেকট্রনিক্স সামগ্রী এবং ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম।

সোমবার (২৯ ফেব্রুয়ারি) জেলা পুলিশ লাইনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সিলেট জেলার সহকারী পুলিশ সুপার নুরুল ইসলাম এসব তথ্য জানান।

নুরুল ইসলাম আরও জানান, আটক ডাকাতদের দেওয়া তথ্যের ভিত্তিতে সিলেট নগরীর মধুশহীদ এলাকার ১৫/বি বাড়ি থেকে এসব মালামাল উদ্ধার করা হয়েছে।

এর আগে শনিবার (২৭ ফেব্রুয়ারি) ভোররাতে সিলেটের বিশ্বনাথ উপজেলার অলঙ্কারি ইউনিয়নের মিরেরগাঁও গ্রামের মহরম আলীর বাড়িতে ১৪/১৫ জনের ডাকাতদল হানা দেয়। জনতা ধাওয়া করে এদিন সাবুল খান (৩৫) নামে এক ডাকাতকে আটক করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ওই বাসা থেকে মালামাল উদ্ধার এবং ডাকাতদের আটক করা হয়।

আটক অন্য ডাকাতরা হলেন নগরীর কাজলশাহ এলাকার নূর উদ্দিন, সিলেট সদর উপজেলার মেজরটিলা এলাকার কৃষ্ণ দেবনাথ, কুমিল্লা জেলার রেখা বেগম ও সুনামগঞ্জের দিরাই উপজেলার সোহেল আহমদ।


এদের মধ্যে আটক রেখা বেগমের এক ছেলেও ডাকাত দলের সদস্য, যোগ করেন নুরুল ইসলাম।এর আগে শনিবার (২৭ ফেব্রুয়ারি) ভোররাতে সিলেটের বিশ্বনাথ উপজেলার অলঙ্কারি ইউনিয়নের মিরেরগাঁও গ্রামের মহরম আলীর বাড়িতে ১৪/১৫ জনের ডাকাতদল হানা দেয়। জনতা ধাওয়া করে এদিন সাবুল খান (৩৫) নামে এক ডাকাতকে আটক করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ওই বাসা থেকে মালামাল উদ্ধার এবং ডাকাতদের আটক করা হয়।

আটক অন্য ডাকাতরা হলেন নগরীর কাজলশাহ এলাকার নূর উদ্দিন, সিলেট সদর উপজেলার মেজরটিলা এলাকার কৃষ্ণ দেবনাথ, কুমিল্লা জেলার রেখা বেগম ও সুনামগঞ্জের দিরাই উপজেলার সোহেল আহমদ।

এদের মধ্যে আটক রেখা বেগমের এক ছেলেও ডাকাত দলের সদস্য, যোগ করেন নুরুল ইসলাম।

আর কত পঙ্গু হলে রাঙ্গুনিয়া রাজানগর-ইসলামপুর ঘাগড়া খালে নির্মিত হবে সেতু !

জগলুল হুদা::  রাঙ্গুনিয়া : আর কত পঙ্গু হলে রাঙ্গুনিয়া রাজানগর-ইসলামপুর ঘাগড়া খালের উপর নির্মাণ করা হবে সামান্য ৫০ ফুট দৈর্ঘ্যরে একটি সেতু? এই প্রশ্ন রাঙ্গুনিয়া উপজেলার ইলামপুর ইউনিয়নের আল আমিন পাড়া গ্রাম বাসীর। এই খালের উপর একটি সেতুর অভাবে অত্র এলাকার জনসাধারণের ভোগান্তির শেষ নেই। ভোগান্তি এতটাই বেশি যে, মৃত ব্যক্তির লাশ নিয়ে পর্যন্ত অপেক্ষা করতে হয়, কখন জোয়ারের পানি কমবে আর খাল পার হয়ে লাশ দাপন করা হবে ! শুধু তাই নই এই একটি সেতুর অভাবে উপজেলার কৃষি অঞ্চল নামে পরিচিত এই এলাকার কৃষকদের তাদের উৎপাদিত পণ্য যথাসময়ে রানীরহাটে নিতে না পারায় ন্যার্য মূল্য পায় না। এছাড়াও নদীর উপর ভ্রাম্যমান বাসের সাঁকো পার হয়ে প্রতিদিন অত্যন্ত ঝুঁকি নিয়ে পারাপার করছে খালের দুই প্রান্তের প্রায় ৩ হাজার জনসমষ্টির স্কুল-কলেজ পড়–য়া শিক্ষার্থী। কারণ খালের এক পারে প্রাথমিক বিদ্যালয় অন্য পারে উচ্চ বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা সহ নানা শিক্ষা প্রতিষ্ঠান। তাই কোমল মতি শিক্ষার্থীদের যাতায়াতে দুর্ভোগ চরমে। বর্ষা মৌসুম ও খালে পানি আসলে বিদ্যালয়ে উপস্থিতি সংখ্যা হাতে গুনা কয়েক জনে নেমে আসে বলে জানায় আল আমিন পাড়া সরকারী প্রাথামিক বিদ্যালয় কর্তৃপক্ষ। স্কুলে আসা-যাওয়ার সময় সাঁকোর পাশে পাহারা করে বসতে দেখা যায় কোন কোন অভিভাবককে। শত বর্ষ পুরাতন এই জন পদে খালের উপর সেতু নির্মাণে শিক্ষার্থীদের মানব বন্ধন সহ নানা মহলে ধরনা দিয়ে কোন কাজ না হওয়ায় ক্ষুদ্ধ এলাকাবাসী।
সরেজমিন পরিদর্শনে জানা যায়, শত বছরের পুরাতন রাঙ্গুনিয়া ইসলামপুর আল-আমিন পাড়া, ঘাগড়া কুল, লেঙ্গার পাড়া বিস্তৃর্ণ কৃষি জনপদ নামে খ্যাত। কৃষকদের কথা বিবেচনা করে এলাকার বুক চিরে আশির দশকে খাল খনন করা হয়। খাল খননের কয়েক বছর ভালই ছিল এই জনপদের জীবন যাত্রার মান। কালের পরিক্রমায় খালের দু'পার ভেঙ্গে বড় হয় খালের আয়তন। খালের দু'পাশে জীবন-জীবিকার তাগিদে নানা শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারী বেসরকারী অনেক অফিস আদালত গড়ে উঠলেও শুধু নির্মিত হয়নি একটি সেতু। বাঁশের সাঁকো দিয়ে ঘাগড়া খাল পার হতে প্রতিনিয়ত দুর্ঘটনার স্বীকার হচ্ছেন কেউ না কেউ। স্কুলগামী শিক্ষার্থীদের উৎকন্ঠা তাই কাটছেই না।
ভুক্তভোগী শিক্ষার্থী ও অভিভাবকেরা এই প্রতিবেদককে জানান, খালে পানি আসলে তারা ঠিক মত স্কুলে যাতায়াত করতে পারে না। অনেক সময় তাদের বই খাতা নিয়ে খালের পানিতে পড়ে গিয়ে নানা দুর্ভোগের স্বীকার হতে হয়। সন্তানকে স্কুলে পাঠিয়ে উৎকন্ঠায় বসে তাকতে হয় অভিভাবককে। তাই তাদের দাবী অচিরেই খালের উপর একটি সেতু নির্মানের।
এধিকে এই ইউনিয়নের কৃষকদের উৎপাদিত পণ্য সময় মত রানিরহাট বাজারে আনতে না পারায় তারা ন্যার্য মূল্য পাচ্ছেন না। মৃত ব্যাক্তি দাফনে অপেক্ষা করতে হয় খালের পানি কমার জন্য। বর্তমান শিক্ষা, কৃষি বান্ধব এই সরকার শিক্ষার্থী ও কৃষকদের প্রতি এত অনীহা দেখে ক্ষুদ্ধ এই প্রবীনেরা। খালের উপর দ্রুত সেতু নির্মানের দাবী জানিয়ে বলেন, সরকার আসে সরকার যায়, নানা সময় নানা প্রতিশ্রুতি দিয়ে কোন কাজ হয় না। মাঝে মাঝে মনে হয় যেন আমরা অন্য কোন দেশে বসবাস করছি। আমরা এই দেশের নাগরিক না।
রাঙ্গুনিয়া কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি কামাল উদ্দিন চৌধুরী এই প্রতিবেদককে জানান, নির্বাচনের আগে সবাই নির্বাচনের একটি ওয়াদা করেন এলাকাবাসীর সাথে খালের উপর সেতু নির্মাণের। কিন্তু ভোটের পর তাদের আর দেখা মেলে না। তাদের দেয়া ওয়াদা ভোট শেষ হওয়ার সাথে শেষ হয়ে যায়।
রাজানগর-ইসলামপুর ইউনিয়নের গুরুত্বপূর্ণ সংযোগ সড়কের উপর সেতু নির্মানের দাবী দীর্ঘ দিনের। এই সেতুটি বহু সময় টেন্ডার প্রক্রিয়ায় থাকার পরও কাজ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ১ নং রাজানগর ইউনিয়ন চেয়ারম্যান জামাল উদ্দিন মোস্তাফা জাহাঙ্গির। তিনি আরো বলেন, সেতুটি রাজানাগর ও ইসলামপুর ইউনিয়নের সাথে যোগাযোগের অনেক গুরুত্বপূর্ণ একটি মাধ্যম। ২ ইউনিয়নের মাঝে সীমানা সংযোগ হওয়ায় অদৃশ্য কারণে ঝুলে আছে সেতু নির্মাণের কাজ।
অচিরেই খালের উপর সেতু নির্মান করে প্রাচীনতম এই জনপদের মানুষের দুঃখ-দুর্দশা লাগবে উদ্যোগ নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এমনটায় দাবী এলাকাবাসীর।

Sunday, February 28, 2016

লন্ডন থেকে টাইগারদের বিজয় দেখে রাষ্ট্রপতি অবর্ণনীয় আনন্দিত

যুক্তরাজ্য প্রতিনিধিঃ রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ এক সপ্তাহের সফরে লন্ডন এসে পৌঁছেছেন।

রোববার (২৮ ফেব্রুয়ারি) স্থানীয় সময় বিকেল ৪টা ২০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে লন্ডন হিথ্রো বিমান বন্দরে এসে পৌঁছান তিনি।

এসময় রাষ্ট্রপতিকে স্বাগত জানান ব্রিটেনে বাংলাদেশের হাইকমিশনার আব্দুল হান্নান, ডেপুটি হাইকমিশনার খোন্দকার মোহাম্মদ তালহা, মিনিস্টার প্রেস নাদিম কাদির, যুক্তরাজ্য আওয়ামী লীগ সভাপতি সুলতান শরীফ ও সাধারণ সম্পাদক সৈয়দ ফারুক।

বিমান বন্দর থেকে সরাসরি রাষ্ট্রপতিকে নিয়ে যাওয়া হয় হোটেল হিল্টন অন পার্ক লেইনে। লন্ডনে অবস্থানকালীন এই হোটেলেই অবস্থান করবেন তিনি।
চোখসহ শারিরীক অন্যান্য সমস্যার ফলোআপ পরীক্ষার জন্য রাষ্ট্রপতির এবারের লন্ডন সফর- মিনিস্টার প্রেস নাদিম কাদির এমনটিই জানান অগ্রদৃষ্টিকে। লন্ডনে অবস্থানকালীন রাষ্ট্রপতির আপাতত আর কোনো কর্মসূচি নেই বলেও জানান নাদিম।

এদিকে, বিমান থেকে নেমে হিথ্রো বিমান বন্দর ভিআইপি লাউঞ্জের রয়েল স্যুটে টেলিভিশন পর্দায় এশিয়া কাপের পঞ্চম ম্যাচে বাংলাদেশের কাছে শ্রীলঙ্কার পরাজয় মুহূর্ত উপভোগ করেন রাষ্ট্রপতি।

খেলায় টাইগারদের কাছে ২৩ রানে হারে বিশ্ব চ্যাম্পিয়ন লঙ্কানরা। এসময় টাইগারদের পারফন্সের ব্যাপক প্রশংসা করেন তিনি।

৬ই মার্চ দেশের উদ্দেশে  লন্ডন ত্যাগের কথা রয়েছে রাষ্ট্রপতির।

বাংলাদেশে স্যামসাং গ্যালাক্সি এস৭ এজ এর প্রি-বুক অফার নিয়ে এলো স্যামসাং ও গ্রামীনফোন

ঢাকা, ফেব্রুয়ারি ২৮, ২০১৬- স্যামসাং মোবাইল বাংলাদেশ,  গ্রামীনফোন লিমিটেডের সহায়তায় গ্যালাক্সি ফ্ল্যাগশিপের সর্বশেষ সংস্করণ স্যামসাং গ্যালাক্সি এস৭ এজ বাজারে নিয়ে আসার ঘোষণা দিয়েছে। ফর্ম ও পারফেমেন্সের মধ্যে নিখুঁত ভারসাম্য প্রদানের প্রতি স্যামসাং-এর যে প্রতিশ্রুতি, এই হ্যান্ডসেটটি তারই প্রতিফলন। হ্যান্ডসেট ব্যবহারের প্রথাগত ধারণাকে ভেঙ্গে দিয়ে একটি ফোনকে আর কীভাবে ব্যবহার করা যায় স্যামসাং গ্যালাক্সি এস৭ এজ সেই ভাবনা জাগায়।
স্যামাসাং ও গ্রামীনফোনের যৌথ আয়োজনে গ্রামীনফোন অফিসে এ ডিভাইসটির উদ্বোধন করা হয়েছে। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশের জেনারেল ম্যানেজার ইয়াং উ লী, ফেয়ার ডিস্ট্রিবিউশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রুহুল আলম আল মাহবুব, এক্সেল টেলিকমের (প্রা.) ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন আলমগীর, গ্রামীনফোনের কমার্সিয়াল ডিভিসনের এম৪ডি ও ডিভাইসের ডেপুটি ডিরেক্টর রভিন্দর পারাশার, হেড অব ডিভাইস সরদার শওকত আলী।
সেরা স্ক্রিন প্রযুক্তি সমৃদ্ধ থ্রিডি কার্ভড ডিসপ্লে, কম আলোতে উচ্চমান সম্পন্ন ফটো ও ভিডিও এর জন্য লো অ্যাপারচার সমৃদ্ধ ডুয়েল পিক্সেল ক্যামেরা, দ্রুত ও ওয়ারলেস চার্জিং এর সর্বশেষ প্রযুক্তি, বাড়তি মেমরি ব্যবহারের সুবিধা এবং অসাধারণ শক্তিশালী প্রসেসরের সঙ্গে অনন্য স্টাইলের আউটলুক নিয়ে বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস৭ এজ।
প্রথমবারের মত এবারই কোনো স্মার্টফোন নিয়ে এসেছে ঠঁষশধহ অচও প্রযুক্তি। যার মাধ্যমে কোনো ধরনের ল্যাগ টাইম সমস্যা ছাড়াই সবচেয়ে বাস্তব সম্মতভাবে মোবাইল গেম খেলা সম্ভব। এই নতুন স্মার্টফোনে রয়েছে কাস্টম প্রসেসর, শক্তিশালী এচট এবং খচউউজ৪ ৪ জিবি র‌্যাম, যা স্মুথ পারফরমেন্স এবং অবিশ্বাস্য গতি নিশ্চিত করে। ফলে ব্যবহারকারীরা দ্রুততর সমন্বিত মাল্টি টাস্কিং এবং সিনারজি তৈরির সুবিধা পাবেন। স্যামসাং গ্যালাক্সি এস৭ এজ এর প্রতিটি নিখুঁত পরিপুর্ণ ফিচার ছাড়াও এটিতে রয়েছে ৫.৫’’ ছঐউ সুপার অ্যামোলেড স্ক্রিন, অলয়েজ অন ডিসপ্লে (এওডি) ফিচার, পানি ও ধুলা রোধের জন্য আইপি৬৮ সার্টিফিকেশন এবং অত্যাধুনিক ডিজাইন।
স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশের জেনারেল ম্যানেজার ইয়াং উ লী বলেন, ‘স্যামসাং প্রতিশ্রুতিবদ্ধ হয়ে নির্ভীকতার সঙ্গে নতুন উদ্ভাবনের সাথে সামনে এগিয়ে যাচ্ছে। স্যামসাং এস৭ এজ বাজারে আসার মাধ্যমে আবারও তারই প্রতিফল ঘটল। আমরা আশা করি, আমাদের অদম্য উদ্ভাবন গ্রাহকদের সব ধরনের চাহিদাকে পুরণ করতে সক্ষম হবে।’
প্রি-বুকিং অফার এবং প্রাপ্যতা
আগ্রহী গ্রাহকরা এখন এ ডিভাইসকে প্রি-বুক করতে পারবেন। প্রি-বুক অফার হিসেবে গ্রাহকরা আকর্ষণীয় উপহার পাবেন। ৭০০ টাকায় ৭জিবি ডাটা কিনলে আরও ৭জিবি ডাটা ফ্রি পাবেন সেই সঙ্গে ৭০০ এমবি ট্যাগ-ইন বোনাসও থাকছে। ডিভাইসটিতে ৩২জিবি স্টোরেজ সুবিধা রয়েছে। বর্তমানে ব্ল্যাক ওন্যাক্স এবং গোল্ড প্লাটিনাম রঙের ডিভাইস বাজারে এসেছে। ডিভাইসটির দাম পড়বে ৭৯ হাজার ৯০০ টাকা মাত্র। ১২ মাসের সাধারণ ইএমআই-এর পাশাপাশি গ্রামীনফোনের স্টার গ্রাহকরা ৩৬ মাস পর্যন্ত ০% সুদে ইএমআই সুবিধা পাবেন।
িি.িঢ়ৎবনড়ড়শং৭.পড়স ড়ৎ িি.িমৎধসববহঢ়যড়হব.পড়স এ ভিজিট করে অথবা যেকোনো স্যামসাং স্টোর বা গ্রামীনফোন সেন্টার থেকে গ্রাহকরা ২৮ ফেব্রুয়ারি ২০১৬ থেকে প্রি-বুক করতে পারবেন। প্রি-বুক নিশ্চিত করতে গ্রাহকদের ৭ হাজার ৯০০ টাকা জমা দিতে হবে।
গ্যালাক্সি এস৭ এজ প্রি-বুক করলেই গ্রাহকরা উপভোগ করতে পারবেন দুটি আকর্ষণীয় অফারের মধ্যে যে কোনো একটি। এই অফারগুলো এমন সব বান্ডেল নিয়ে আসছে যাতে রয়েছে স্যামসাং এস৭ এজ এর সাথে ব্যবহার উপযোগি অত্যাধুনিক সব অ্যাক্সেসরিজ। একটি অফারে জিপি বান্ডেলসহ এস৭ এজ এর সাথে থাকবে ভার্চুয়াল জগতের বাস্তব অভিজ্ঞতা পেতে অসাধারণ থ্রিডি গিয়ার ভিআর। অন্য বান্ডেলটিতে রয়েছে জিপি বান্ডেলসহ হ্যান্ডসেট এবং এই অনন্য ডিভাইসটির অতিরিক্ত নিরাপত্তার জন্য একটি সুদৃশ্য কাভার এবং সেরা  শব্দ শোনার অভিজ্ঞতার জন্য লেভেল ইউ প্রো সমৃদ্ধ পুর্ণ প্যাকেজ।
বান্ডেল ১-এস৭ এজ এর সাথে থাকছে ৩৬ হাজার টাকার সমমূল্যের ভিআর, জিপি বান্ডেল এবং গেমিং কনটেন্ট।
বান্ডেল ২- এস৭ এজ এর সাথে থাকছে ৩৬ হাজার টাকার সমমূল্যের লেভেল ইউ প্রো, কভার, জিপি বান্ডেল এবং গেমিং কন্টেন্ট।

নিখুঁত গ্যালাক্সি এস৭ এজ
এই আকর্ষণীয় হ্যান্ডসেটটি নিয়ে এসেছে স্মার্ট কার্ভড ডিজাইন, স্ট্রিমলাইন্ড ফ্রন্ট ও ব্যাক কভার, ছঐউ ডিসপ্লে, এক্সপেন্ড্যাব্ল ব্যাটারি, বাস্তব গেমিং অভিজ্ঞতা আর রোমাঞ্চকর ডুয়েল পিক্সেল ক্যামেরা। আসলেই একটি ফোন কী করতে পারে সেই ধারনার সীমানাকে অতিক্রম এবং পুনঃসঙ্গায়িত করেছে গ্যালাক্সি এস৭ এজ ডিভাইসটির বহুমুখী ফিচারগুলো। এটির স্মার্ট সুইচ, ওয়ারলেস ও দ্রুততম চার্জিং পদ্ধতির সঙ্গে অ্যাডভান্স এজ অভিজ্ঞতা গ্রাককদের প্রত্যাশা পুরণের সর্বত্তোম সন্তুষ্টি দিচ্ছে।
এজ ডিসপ্লেকে আরও কার্যকর করতে এটির অন্যান্য ফিচারের সঙ্গে যুক্ত হয়েছে ইন্টারফেস। এটির প্যানেল কার্ভ এজ এর ফলে ব্যবহারকারীরা ফোনটিকে হাতের মুঠোয় সহজেই ধরে রাখতে পারবেন। এই ফিচারের ফলে ব্যবহারকারীরা ডিভাইসের স্ক্রিন সোয়াইপ করলে বন্ধু-বন্ধব, খেলাধুলা, সংবাদের আপডেটসহ এমনকি কম্পাস এবং টর্চ অপশনও ব্যবহার করতে পারবেন। স্যামসাং গ্যালাক্সি এস৭ এজ এর অন্য একটি মজার ফিচার হচ্ছে অলওয়েজ অন ডিসপ্লে (এওডি)। এর মাধ্যমে স্ক্রিনটি স্থায়ীভাবে সময়, ক্যালেন্ডার অথবা একটি সাধারণ মোবইলের নমুনা প্রদর্শন করবে। ব্যবহারকারী দীর্ঘ সময় ফোনকে কোনো স্পর্শ না করেই অথবা ডিভাইসটি ডেস্কে রেখে এক পলক দেখেই সময় অথবা তারিখ সম্পর্কে জানতে পারবেন। গ্রাহকদের লাইফস্টাইলের পরিবর্তন করতে এবং চলমান প্রযুক্তির আলোকে গ্যালাক্সি এস৭ এজ এর স্বতন্ত্র ডিজাইন করা হয়েছে যা গ্রাহকদের সবধরনের চাহিদাকে পুরণ করতে পারবে।
বিস্ময়কর সব ফিচার
গ্যলাক্সি এস৭ এজ এর ব্যতিক্রমী ফিচারগুলো হচ্ছে এর নিবিষ্ট স্ক্রিন, সমৃদ্ধ রং এবং কন্ট্রাস্ট যা, স্যামসাং-এর শীর্ষ শীল্পের মাধ্যমে ৫.৫’’ ছঐউ সুপার অ্যামোলেড ডিসপ্লে দিয়ে সাজানো হয়েছে।
এই নতুন স্যামসাং ফ্ল্যাগশিপ ডিভাইস নিয়ে এসেছে উচ্চ রেটের ১.৪ ইউএম পিক্সেল, এফ/১.৭ অ্যাপারচার সমৃদ্ধ ১২ এমপি ডুয়েল পিক্সেল ক্যামেরা যার মাধ্যমে কম আলোতে উচ্চমান সম্পন্ন ফটো ও ভিডিও ধারণ করে মজার মুহুর্তগুলো শেয়ার করার নতুন পথ তৈরি করে দিয়েছে। স্যামসাং গিয়ার ভিআর এবং লেভেল ইউ প্রো এর মাধ্যমে ব্যবহারকারীরা এখন সারা বিশ্ব থেকে উপভোগ করতে পারবেন ৩৬০ ডিগ্রি ভিডিও এবং উচ্চমানের মিউজিক।
এইক স্মার্টফোনে ঠঁষপধহ অচও সার্পোট করে যার মাধ্যমে এস৭ এজ এ গেম খেলে ব্যবহারকারীরা কম্পিউটারের মত অভিজ্ঞতা পাবেন।
স্যামসাং এর সর্বশেষ ডিভাইসটিতে রয়েছে আইপি৬৮ সার্টিফিকেশন যা পানি ও ধুলা রোধাক। পানি রোধ করতে এ ফোনটিতে প্রটেক্টিভ লেয়ার ব্যবহার করা হয়েছে ফলে এতে কোনো পোর্ট কভার কিংবা রাবার ব্যবহার করা হয়নি।
এছাড়াও স্যামসাং কঘঙঢ হ্যাকার এবং ম্যালওয়ার বিরুদ্ধে নিয়মিত আপডেটের সাথে ২৪ ঘণ্টা সুরক্ষা দেয়। স্যামসাং গ্যালাক্সি এস৭ এজ কঘঙঢ এনেবলড্ অ্যাপটি ব্যবহারকারীর ব্যক্তিগত এবং কর্মস্থলের তথ্যকে বাড়তি নিরাপত্তা দেয়।
স্যামসাং কনসিয়ার্জ সার্ভিস
স্যামাসাং গ্যালাক্সি এস৭ এজ এর প্রিমিয়াম গ্রাহকরা স্যামসাং সার্ভিসের নতুন প্রিমিয়াম সংযোজন কনসিয়ার্জ সার্ভিস পাবেন। এই সেবার মাধ্যমে গ্রাহকরা ফোন স্ক্রিন রিপ্লেসমেন্ট সেবায় ৫০% ছাড় পাবেন এবং ৩ ঘণ্টার মধ্যে ডেলিভারি সুবিধা দেওয়া হবে। এতে আরও থাকবে সাতটি নিবেদিত সার্ভিস সেন্টার (৫টি ঢাকায় এবং ২টি চট্টগ্রামে), নিবেদিত হেল্পলাইন ও ই-মেইলের মাধ্যমে গ্রাহকদের প্রশ্ন ও অভিযোগকে গুরুত্ব দেওয়া হবে। ই- মেইল: পড়হপরবৎমব.ংবৎারপব@ংধসংঁহম.পড়স
এ ডিভাইসের ভিডিও দেখতে ক্লিক করুন- যঃঃঢ়ং://িি.িুড়ঁঃঁনব.পড়স/ধিঃপয?া=ষঁঠৎ১ষওবয়০ি
ফটো ক্যাপশন
স্যামাসাং ও গ্রামীনফোনের যৌথ আয়োজনে গ্রামীনফোন অফিসে এ ডিভাইসটির উদ্বোধন করা হয়েছে। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশের জেনারেল ম্যানেজার ইয়াং উ লী, ফেয়ার ডিস্ট্রিবিউশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রুহুল আলম আল মাহবুব, এক্সেল টেলিকমের (প্রা.) ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন আলমগীর, গ্রামীনফোনের কমার্সিয়াল ডিভিসনের এম৪ডি ও ডিভাইসের ডেপুটি ডিরেক্টর রভিন্দর পারাশার, হেড অব ডিভাইস সরদার শওকত আলী।

ঝিনাইদহে ১০টি গরু চুরি !

ষ্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
ঝিনাইদহ সদর উপজেলার লাউদিয়া গ্রাম থেকে রোববার ভোরে ১০টি গরু চুরি হয়েছে। চুরি হওয়া গরুগুলোর মুল্য আনুমানিক ৮ লাখ টাকা হবে বলে ক্ষতিগ্রস্থ পরিবারের পক্ষ থেকে দাবী করা হয়েছে। স্থানীয় ইউনিয়নের কাউন্সিলর সাইফুল ইসলাম টুকুল খবরের সত্যতা নিশ্চত করে জানান, রোববার ভোর রাতে একদল চোর ট্রাক নিয়ে গ্রামে প্রবেশ করে। তারা লাউদিয়া গ্রামের জামালের ৩টি, মোশাররফের ৪টি ও আনোয়ারুলের ৩টি গরু চুরি করে ট্রাকে তুলে পলিয়ে যায়। গ্রামবাসিরা জানান, গরু চুরির সময় জামালের স্ত্রী টের পেয়ে ওঠার চেষ্টা করে। কিšু‘ চোরেরা মহিলার মাথায় পিস্তল ঠেকিয়ে হত্যার হুমকী দেয়। এক পর্যায়ে ১০টি গরু চুরি করে নির্বঘেœ পালিয়ে যায় সশস্ত্র চোরের। এদিকে হতদরিদ্র গরু পালকরা গরু হারিয়ে পথে বসেছে। গরুর মালিক মোশাররফ হোসেন জানান, প্রতিটি গরুর মুল্য ৭০/৮০ হাজার টাকা করে হবে। এ ব্যপারে ঝিনাইদহ সদর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক রাশেদুুজ্জামান জানান, গরু চুরির কথা তাদের জানা নেই। কেও অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

পাঁচ টাকা নোটে অঙ্কিত সাড়ে ৪শ’ বছরের পুরনো মসজিদ

এসএমএ হাসনাতঃ পাঁচ টাকা নোটে অঙ্কিত সাড়ে চারশ’ বছরের অধিক কাল পূর্বে নির্মিত মসজিদ হল কুসুম্বা মসজিদ। মসজিদটি নওগাঁ জেলার মান্দা থানার কুসুম্বা গ্রামের একটি প্রাচীন মসজিদ।
কুসুম্বা দিঘির পশ্চিম পাড়ে, পাথরের তৈরি ধুসর বর্ণের মসজিদটি অবস্থিত। মসজিদের প্রবেশদ্বারে বসানো ফলকে মসজিদের নির্মাণকাল লেখা রয়েছে হিজরি ৯৬৬ সাল (১৫৫৪-১৫৬০ খ্রিস্টাব্দ)।  আফগানী শাসনামলের শুর বংশে শেষদিকের শাসক গিয়াসউদ্দিন বাহাদুর শাহের আমলে সুলায়মান নামে একজন এই মসজিদটি নির্মাণ করেছিলেন।
ইউকিপিডিয়ার তথ্য মতে, মসজিদটি দৈর্ঘ্যে ৫৮ফুট, প্রস্থে ৪২ফুট। দুই সারিতে ৬টি গোলাকার গম্বুজ রয়েছে। মসজিদের গায়ে রয়েছে লতাপাতার নকশা। প্রাচীর ঘেরা মসজিদটির প্রধান ফটকে প্রহরী চৌকি ছিলো। মসজিদটিতে ইটের গাঁথুনি, সামান্য বাঁকানো কার্ণিশ এবং সংলগ্ন আটকোণা বুরুজ -এগুলো থেকে মসজিদের স্থাপত্যে বাংলা স্থাপত্যরীতির প্রভাব পাওয়া যায়। মসজিদের মূল গাঁথুনি ইটের হলেও এর সম্পূর্ণ দেয়াল এবং ভেতরের খিলানগুলো পাথরের আস্তরণে ঢাকা। মসজিদের স্তম্ভ, ভিত্তি মঞ্চ, মেঝে ও দেয়ালের জালি নকশা পর্যন্ত পাথরের।
মসজিদটি আয়তাকার এবং এতে রয়েছে তিনটি বে এবং দুটি আইল। এর পূর্বপ্রান্তে তিনটি এবং উত্তর-দক্ষিণে একটি করে প্রবেশপথ। মসজিদের কেন্দ্রীয় মিহরাবটি পশ্চিম দিকের দেয়ালের থেকে আলাদা। পশ্চিম দেয়ালের দক্ষিণ-পূর্ব দিকে এবং মাঝামাঝি প্রবেশপথ বরাবর দুটো মিহরাব রয়েছে যা মেঝের সমান্তরাল। উত্তর-পশ্চিম কোণের বে-তে মিহরাবটি একটি উচু বেদীর উপর বসানো। মোট মিহরাব আছে ৩টি, যার সবগুলো কালো পাথরের তৈরি। মসজিদটির সম্মূখে ২৫.৮৩ একের আয়তনের একটি বিশাল জলাশয় রয়েছে। মিহরাবে আঙ্গুরগুচ্ছ ও লতাপাতার নকশা খোদিত রয়েছে।
১৮৯৭ সালে ভূমিকম্পে তিনটি গুম্বজ নষ্ট হয়েছিল। প্রতœতত্ত্ব বিভাগ পরে মসজিদটি সংস্কার করে। মসজিদের ভিতরে রয়েছে দুটি পিলার। উত্তর দিকের মেহরাবের সামনে পাথরের পিলারের ওপর তৈরি করা হয়েছিল একটি দোতলা ঘর। এ ঘরটিকে বলা হতো জেনান গ্যালারি বা মহিলাদের নামাজের ঘর। এখানে মহিলারা নামাজ পড়তেন।
রাজশাহী জেলা পরিষদের ওভারশিয়ার সুরেন্দ্র মোহন চৌধুরী বিংশ শতাব্দীর প্রথম ভাগে কুসুম্বা গ্রামের প্রাচীন ধ্বংসস্তুপ থেকে একটি শিলালিপি আবিষ্কার করেন। শিলালিপিটি বর্তমানে রাজশাহীর বরেন্দ্র জাদুঘরে রয়েছে। এটি পাঠে জানা যায়, সুলতান আলাউদ্দিন হুসেন শাহের আমলে তার মন্ত্রী বা প্রশাসনিক কর্মকর্তা রামণ দল ৯০৪ হিজরি বা ১৪৯৮ খ্রিস্টাব্দে মসজিদের ভিত্তি স্থাপন করেন। নির্মাণকাজ শেষ কবে হয় তার সঠিক কোনো সাল বা তারিখ জানা যায়নি।
বেশ কয়েকজন দর্শনার্থীর সঙ্গে কথা বলে জানা যায়, বিপুল সম্ভাবনা থাকার পরও প্রয়োজনীয় নজরদারির অভাবে এ ঐতিহাসিক কুসুম্বা মসজিদ আকর্ষণীয় স্পট হিসেবে গড়ে উঠছে না।

ফিচার লেখকঃ বিএসএস (সম্মান), এমএসএস (সাংবাদিকতা), রাজশাহী বিশ্ববিদ্যালয়। সম্পাদক, মহাকালগড় বার্তা ডট নেট। মোবাইল ফোনঃ ০১৭১০৮৭৪০০৪।

সারাদেশে ১০০ শিল্পাঞ্চল গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী

জাকির সিকদারঃ  সারাদেশে অন্তত আরো ১০০টি শিল্পাঞ্চল গড়ে তোলা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দশটি অর্থনৈতিক অঞ্চলের উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, সারাদেশে আমরা একশত
অর্থনৈতিক শিল্পাঞ্চল গড়ে তুলবো। সরকারের একক উদ্যোগের পাশাপাশি সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগ অথবা অন্যদেশের সঙ্গে জিটুজি (গভর্নমেন্ট টু গভর্নমেন্ট) পর্যায়ে যৌথ উদ্যোগের মাধ্যমে, যেখানে যেভাবে দরকার, সেখানে এগুলো গড়ে তোলা হবে। তিনি বলেন, এসব শিল্পাঞ্চল গড়ে তোলার মধ্য দিয়ে মৎস, সবজি, ফল, আমিষ উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণে বাংলাদেশের সুযোগ আরো বাড়বে। এর মাধ্যমে দেশীয় চাহিদা পূরণের পাশাপাশি বিশ্ববাজারে সেগুলো রপ্তানি করা যাবে। শেখ হাসিনা বলেন, শিল্প বিপ্লব ঘটাতে চাইলে দেশের মানুষের ক্রয় ক্ষমতা বাড়াতে হবে। আর ক্রয় ক্ষমতা বাড়াতে হলে মাথাপিছু আয় বাড়াতে হবে। মানুষের ক্রয় ক্ষমতা বাড়লে দেশের ভেতরেই বিশাল বাজার তৈরি হবে। সেক্ষেত্রে শুধু রপ্তানি আয়ের দিকেই তাকিয়ে থাকতে হবে না। বাংলাদেশের বিশাল সমুদ্রসীমার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এই সমুদ্রসীমা আমাদের নানা সুযোগ তৈরি করে দিয়েছে। অর্থনৈতিক উন্নয়নে একে কাজে লাগাতে হবে। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) বাস্তবায়নে গড়ে ওঠা এ ১০টি অঞ্চলের মধ্যে চারটি সরকারি ও ছয়টি বেসরকারি। সরকারিগুলো হলো চট্টগ্রামের মিরসরাই, মৌলভীবাজারের শ্রীহট্ট ও বাগেরহাটের মংলা এবং কক্সবাজারের সাবরাং পর্যটন অঞ্চল। বেসরকারি উদ্যোগে গড়ে ওঠা ছয়টি হলো নরসিংদীর পলাশে ‘এ কে খান অর্থনৈতিক অঞ্চল’, মুন্সীগঞ্জের গজারিয়ায় ‘আবদুল মোনেম অর্থনৈতিক অঞ্চল’, নারায়ণগঞ্জের ‘মেঘনা ইন্ডাস্ট্রিয়াল অর্থনৈতিক অঞ্চল’ ও ‘মেঘনা অর্থনৈতিক অঞ্চল’, গাজীপুরে ‘বে অর্থনৈতিক অঞ্চল’ এবং নারায়ণগঞ্জে ‘আমান অর্থনৈতিক অঞ্চল’।

সম্পাদনা সহকারী ফোরামের নির্বাচন

জাকির সিকদারঃ  ১ জানুয়ারি ২০১৬ থেকেই সবাইকে সদস্য হতে হবে। অর্থাৎ একসঙ্গে ২৫০ টাকা দিলে তিনি পূর্ণাঙ্গ সদস্য হবেন। এর আগে সম্পাদনা সহকারী ফোরামের ভোটার লিস্ট তৈরি করা হবে। আহ্বায়ক কমিটি এ কাজটি সুসম্পন্ন করে নির্বাচন পরিচালনা কমিটির কাছে জমা দেওয়ার পরই নির্বাচনের সিডিউল ঘোষণা করা হবে।
কীভাবে সদস্য হবেন :
একজন সদস্য যে কোনো সংবাদপত্রে সম্পাদনা সহকারী হিসেবে কাজ করলেই তিনি সম্পাদনা সহকারী ফোরামের সদস্য হবেন। তবে সদস্য ফরমে সব তথ্য যথাযথভাবে পূরণ করতে হবে। কেউ যথাযথ তথ্য পূরণে ব্যর্থ হলে তিনি সদস্য হতে পারবেন না। সদস্য পদ দেবে আহ্বায়ক কমিটি।
ফরমের সঙ্গে দুই কপি ছবি দিতে হবে।

এছাড়া দুই কপি পাসপোর্ট সাইজ ছবি এবং ফরমের লেখা অন্য কোনো কিছু জমা দেওয়ার উল্লেখ থাকলে তা দিতে হবে। সদস্য ফরম পূরণের পর যিনি সদস্য হবেন তাকে ২০০ টাকা ভর্তি ফি এবং মাসিক ৫০ টাকা চাঁদা দিতে হবে।



শুক্রবার ( ১ জানুয়ারি ) সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবে সংবাদপত্র সম্পাদনা সহকারী ফোরামের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ফোরামের আহ্বায়ক সেবীকা রানী। যগ্ম আহ্বায়ক একাব্বর আলী তার কার্যক্রম তুলে ধরেন।

বক্তব্য রাখেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান চৌধুরী, বদিউজ্জামান, শাখাওয়াত হোসেন, শাহ আলম ডাকুয়া, মোজাম্মেল হক, বিকাশ চন্দ্র দাস, শহীদুল ইসলাম, শেখ আনোয়ার হোসাইন বুলবুল, জাহিদ হোসেন প্রমুখ।

সভায় বক্তারা সম্পাদনা সহকারীদের নিজের পায়ে দাঁড়ানোর প্রত্যয় ঘোষণা করেন। যে কোনো মূল্যে এ ফোরামের কার্যক্রম সর্বত্র ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। অনেকে তাদের নানা অভিজ্ঞতা তুলে ধরেন।
সভায় সবসম্মতিক্রমে বর্তমান আহ্বায়ক কমিটির কার্যক্রম নির্বাচিত কমিটি গঠন পর্যন্ত বর্ধিত করা হয়। পাশাপাশি আগামী ১ মে নির্বাচনের দিন ধার্য করা হয়।নির্বাচন করার জন্য ওই দিনই সর্বসম্মতিক্রমে পাঁচ সদস্যের একটি নির্বাচন কমিশন গঠন করা হয়।
প্রধান নির্বাচন কমিশনার : শাখাওয়াত হোসেন -সমকাল
সদস্য সচিব : বিকাশ চন্দ্র দাস -প্রথম আলো
সদস্য : ১) শাহ আলম ডাকুয়া -আমাদের সময়
২) খোরশেদ আলম -সংবাদ
৩) শহীদুল ইসলাম

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সদস্যরা সভায় যোগদান করেন। তাদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়। ১ মের নির্বাচন পরিচালনার যাবতীয় ব্যয়ভার ফোরামের আহ্বায়ক সেবীকা রানী প্রদান করার ঘোষণা করেন। এ ছাড়া নির্বাচনের সিডিউল ঘোষণার পরই শাহ আলম ডাকুয়া নির্বাচনী ব্যয় নির্বাহের জন্য ১০ হাজার টাকা অনুদানের ঘোষণা দেন।

কল্যাণ তহবিল গঠনের আগেই কল্যাণ তহবিলে অনুদান ঘোষণা করেন অনেকেই। তার মধ্যে খন্দকার মোজাম্মেল হক ২০ হাজার, রারজানা ১০ হাজার, শহীদুল ইসলাম ৫ হাাজার, জাহিদ হোসেন ৫ হাজার, রীনা ৫ হাজার, খন্দকার মাহবুব ৫ হাজার এবং মীর রেজা ২ হাজার টাকা অনুদান ঘোষণা করেন। এসব ঘোষণা সদস্যরা ব্যাপক করতালির মাধ্যমে গ্রহণ করে এবং তাদের ধন্যবাদ জানায়।

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে কুয়েতের স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

আল আমিন রানা ঃ আন্তর্জাতিক প্রতিনিধিঃ
প্রতিবছরের মতো এবারো ২৫ ও ২৬শে ফেব্রুয়ারি কুয়েতের স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।
কুয়েত স্বাধীনতা ওজাতীয় দিবস ২০১৬ উপলক্ষে নানান রঙ্গের আলোক সজ্জায় সজ্জিত কুয়েত আর বিভিন্ন আয়োজনের মধ্যে দিয়ে পালন করা হয় এক সাথে দু’টি দিবস, আর মেতে উঠে স্থায়ী বাসিন্দারা অনাবিল আনন্দে।
কুয়েত রাজ্য স্বাধীনতা লাভ করে ১৯৬১ সনের ১৯ জুন মরহুম শেখ আব্দুল্লাহ আল-সালেম আল-সাবাহ এর শাসনাধীন সময়ে। ১৭৮১৮ বর্গ কিলোমিটার আয়তনের তেল সমৃদ্ধ একটি ছোট্র রাষ্ট্র কুয়েত। এদেশটি উত্তর ও উত্তর পশ্চিমে ইরাক, দক্ষিণ ও দক্ষিণে পশ্চিমে সৌদী আরব এবং পূর্বে আরব উপসাগর বেষ্টিত। শেখ জাবের আহমদ জাবের আস-সাবাহ তার শাসনামলে ১৯৯০ সালের ২ আগষ্ট ইরাক কুয়েতের উপর আক্রমণ করে, কুয়েতকে ইরাকের ১৩তম প্রদেশ ঘোষণা করা হয় এবং আযীয সালেহ আন্ নুমানকে প্রদেশিক গভর্নর মনোনীত করা হয়।
তবে জাতিসংঘ এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে এবং কুয়েত ছেড়ে যাওয়ার জন্য ইরাকের উপর চাপ প্রয়োগ করতে থাকে। ইরাকের এই আগ্রাসন প্রায় ৭ মাস পর্যন্ত ছিল। জাতিসংঘের নেতৃত্বে বাংলাদেশসহ ৩২টি রাষ্ট্রের প্রত্যক্ষ সহযোগিতায় এবং সৌদিরভুমি ব্যবহারের মাধ্যমে এ আগ্রাসনের সমাপ্তি ঘটে ২৬ ফেব্রুয়ারি ১৯৯১সনে। আরেকবার স্বাধীন হয় কুয়েত। আমরা আগেই জেনেছি কুয়েতের স্বাধীনতা ঘোষণা করা হয় ১৯৬১ সনের ১৯ জুন মরহুম শেখ আব্দুল্লাহ আল-সালেম আল-সাবাহর সময়ে। যিনি ১৯৫০ সনে ক্ষমতায় অধিষ্ঠিত হন এবং তাঁর মসনরদ আরোহণ করার দিনটি ছিল ২৫শে ফের্রুয়ারি। পরবর্তীতে এ দুটি স্মরণীয় দিনকে একসাথে উদযাপিত হয়ে আসছে।
সেই থেকে প্রতি বছর ২৫শে ফেব্রুয়ারি কুয়েত সরকার সেদেশের জাতীয় দিবস এবং ২৬শে ফেব্রুয়ারি মুক্তি দিবস পালন করে আসছে। বর্তমানে শেখ সাবাহ আহমেদ আল-সাবার গতিশীল নেতেৃত্বে এগিয়ে চলছে কুয়েত। শেখ সাবাহ আহমেদ আল-সাবাহ ২০০৬ সালের ২৯ জানুয়ারি কুয়েতের ক্ষমতা গ্রহণ করেন। তার'ই গতিশীল নেতৃত্বে এগিয়ে চলছে এশিয়ার পেট্রোল সমৃদ্ধ ছোট্র এ মুসলিম দেশটি বিশ্ব সংসারে কুয়েত এখন এক গুরুত্বপূর্ণ সদস্য। প্রতিবছর ২৫শে ফেব্রুয়ারি কুয়েত তার জাতীয় দিবস এবং ২৬ শে ফেব্রুয়ারি মুক্তি দিবস পালন করে আসছে।

কুয়েতে বাংলাদেশ কোরআন প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

আল আমিন রানা ঃ আন্তর্জাতিক প্রতিনিধিঃ বাংলাদেশ কোরআন প্রশিক্ষণ কেন্দ্র,কুয়েত সাফাত অঞ্চল এর উদ্যোগে গত ২৪শে ফেব্রুয়ারি ২০১৬ ইং রোজ বুধবার কুয়েত সিটিস্থ রাজধানী হোটেলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং কুয়েতের স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের অনুষ্টিত হয়। সংগঠনের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দীনের সঞ্চালনায়,কুরআন প্রশিক্ষণ কেন্দ্র সাফাত অঞ্চলের সভাপতি হাফেজ খুরশীদ আলম এর সভাপতিত্বে, প্রধান অতিথি ছিলেন মাওলানা মোস্তাফুর রহমান প্রিন্সিপাল দারুল কোরআন বাংলা স্কুল কুয়েত,। বিশেষ অতিথির আসন গ্রহণ করেন-। ইঞ্জিনিয়ার রমজান আলী ভূঞাঁ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বাংলাদেশ কোরআন প্রশিক্ষণ কেন্দ্র, মাসিক আল হুদার সম্পাদক মাওলানা মামুনুর রশিদ, সংগঠনের সংগঠনিক সম্পাদক ছফিউল্যাহ ভূঞাঁর উদ্ভোধনি আলোচনা ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও কুয়েতের স্বাধীনতা ও জাতীয় দিবসের উপর বক্তব্য রাখেন বিশেষ অতিথিবৃন্দ ও কবি আল আমিন চৌধুরী স্বপন, লেখক কবি এমরান আল শিকদার প্রমুখ। অনুষ্ঠানে অনির্বান শিল্পী গোষ্ঠী শিল্পী শফীউল আলম একক ইসলামিক সংগীত পরিবেশন করেন,যৌথ ইসলামী সংগীত পরিবেশন করেন মামুন ও তার দল। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি বাংলাদেশ ও কুয়েতের অব্যাহত শান্তি প্রগতি ও অগ্রগতির লক্ষে বিশেষ মোনাজাত করা হয়।

Agrodristi Online TV_মৌলভী বাজার সদর উপজেলার ৯ নং আমতৈল ইউনিয়নের চেয়ারম্যান সুজিত চন্দ্র দাশের বিশেষ সাক্ষাৎকার অনুষ্টান

Saturday, February 27, 2016

নন্দিত কবি আব্দুল মুকিত অপির জন্মদিনে বিবিয়ানা সাহিত্য পরিষদের ফুলেল শুভেচ্ছা

বদরুল আলম চৌধুরী।।  দৈনিক সিলেটের ডাক পত্রিকার সাহিত্য সম্পাদক সিলেট বাসীর প্রিয় লেখক নন্দিত কবি এডভোকেট আব্দুল মুকিত অপির 39 তম জন্মদিনের শুভেচ্ছা জানাতে বিকেলে সিলেটের ডাক কার্যালয়ে ছুটে আসে নবীগঞ্জ তথা সমগ্র সিলেট জুড়ে আলোড়ন সৃষ্টি কারী সাহিত্য সংগঠন বিবিয়ানা সাহিত্য পরিষদ নবীগঞ্জ। এ সময় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এম.শহিদুজ্জামান চৌধুরী সহ তাঁর সাথে উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি লেখক কলামিস্ট জাহাঙ্গীর হোসেন চৌধুরী, দপ্তর সম্পাদক রুবেল আহমদ, প্রচার সম্পাদক কবি মাহমুদ আলী, পাঠাগার সম্পাদক শুয়াইব আহমদ শিবলু, নির্বাহী সদস্য আলআমিন আহমদ, মাসিক প্রতিভাত সম্পাদক কবি এম. আলী হোসেন, নির্বাহী সম্পাদক লেখক সংগঠক নাসির উদ্দিন, সাংবাদিক আহাদ ভাই প্রমুখ।

নবীগঞ্জের দীঘলবাকে ফ্রি চক্ষু চিকিৎসা সেবা সম্পন্ন


বিশেষ প্রতিনিধি।। নবীগঞ্জে বিনামূল্যে অসহায় মানুষের মধ্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে বিকেল ৩ টা পর্যন্ত কামারগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ১ হাজার অসহায় সুবিধাবঞ্চিত গরিব দুঃখি মানুষের মধ্যে ফ্রি চক্ষু চিকিৎসা করা হয়। এর মধ্যে ৫০ জনকে অপারেশনের জন্য মৌলভীবাজার মাতার কাপন চক্ষু হাসপাতালে নেওয়া হয়। নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউ.কে প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আব্দুল হান্নানের অর্থায়নে ও মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের এর সহযোগীতায় চিকিৎসা প্রদান করা হয়। সাবেক মেম্বার হাজী মদব্বীর হোসেনের সভাপতিত্বে ও শিক্ষক ফখরুল ইসলাম চৌধুরীর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউ.কে প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আব্দুল হান্নান। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, লন্ডন প্রবাসী ফারুক আহমেদ, কমিউনিটি লিডার এ এফ কে কামরুল হাসান চুনু, দিনারপুর কলেজের অধ্যক্ষ তনুজ রায়। স্বাগত বক্তব্য রাখেন, আমিনুল ইসলাম চৌধুরী শামীম।হাফেজ শিবলী আহমদের পবিত্র কোরআন তেলাওয়াত মধ্যেদিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, শাহজাহান সিরাজ, খলিলুর রহমান, শিক্ষিকা মহিমা চৌধুরী মান্না, ছাত্রলীগ নেতা আবু সালেহ জীবন, মদরিছ মিয়া, মাহবুব আহমেদ প্রমুখ।