Monday, February 29, 2016

অস্কারের জ্বলজ্বলে হীরাগুলো কার?

অগ্রদৃষ্টি ডেস্ক: প্রতিবছরই লস অ্যাঞ্জেলসে একাডেমী অ্যাওয়ার্ডের অনুষ্ঠানে হাজির তামাম তারকারা পড়ে আসেন জ্বলজ্বলে সব হীরার গয়না।
গতকাল হয়ে যাওয়া ৮৮তম একাডেমী অ্যাওয়ার্ডের অনুষ্ঠানেও তার ব্যত্যয় ঘটেনি।
হীরার গয়নার কোন কোনটির দাম টাকার অংকে কয়েক কোটি ছাড়িয়ে যায়।
কোন কোনটি আবার দুষ্প্রাপ্য রত্নও।
২০০৮ সালের একাডেমী অ্যাওয়ার্ডের অনুষ্ঠানে নিকোল কিডম্যান যে হীরার গয়না পড়ে এসেছিলেন, তার দাম ছিল সত্তর লক্ষ ডলার।
২০১৫ সালে অস্কার জয়ী অভিনেত্রী লুপিতা নিয়ঙ দেড় লাখ ডলার দামের যে পোশাকটি পড়েছিলেন, তাতে ছয় হাজার মুক্তা বসানো ছিল।
তবে, এখনো পর্যন্ত সবচেয়ে দামী গয়না পড়ে এসেছিলেন গ্লোরিয়া স্টুয়ার্ড।
তার গলার হারটির দাম ছিল দুই কোটি ডলার।
তবে, এসব গয়না পড়ার ক্ষেত্রে তারকারা খুব কমই নিজেদের গাটের পয়সা খরচ করেন।
তাহলে সেসব হীরার মালিক আসলে কে?
বিশ্বখ্যাত ডিজাইনার নেইল লেইন বলছেন বিভিন্ন নামকরা গয়না প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো এ ধরণের বড় ইভেন্টে নিজেদের গয়না তারকাদের পড়তে দেয়।
তাতে পণ্যের বিজ্ঞাপনও হলো আবার অনুষ্ঠানের চাকচিক্যও পুরোপুরি বজায় থাকলো।
বিষয়টি অনুষ্ঠানের আয়োজক এবং গয়না কোম্পানি দুই পক্ষের জন্যই ‘উইন-উইন’ সিচুয়েশন অর্থাৎ লাভজনক একটি অবস্থা বলে মনে করেন ডিজাইনার লেইন।

No comments:

Post a Comment