Wednesday, August 31, 2016

আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

ঢাকা: দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপির ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর)।
১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর রমনা গ্রিনে এক সম্মেলনের মাধ্যমে তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদের ওপর ভিত্তি করে ১৯ দফা কর্মসূচিকে সামনে রেখে বিএনপি গঠন করেন।

বিএনপি গঠনের মাত্র তিন বছরের মাথায় চট্টগ্রামে এক সেনা অভ্যুত্থানে নিহত হন জিয়াউর রহমান।

জিয়াউর রহমানের মৃত্যুর পর বিএনপির হাল ধরেন তার স্ত্রী দলের বর্তমান চেয়ারপারসন খালেদা জিয়া। তিনবার প্রধানমন্ত্রী হওয়ার গৌরব অর্জন করেন তিনি। সর্বশেষ ২০১৬ সালের ১৯ মার্চ বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিলে আবারও বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হন খালেদা জিয়া।

এদিকে, টানা ১০ বছর রাষ্ট্রক্ষমতা ও ৩ বছর সংসদের বাইরে থাকা বিএনপি সাংগঠনিকভাবে দুর্বল ও আত্মবিশ্বাসের জায়গায় নড়বড়ে হয়ে পড়েছে।
দলের শীর্ষ পর্যায় থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত ছড়িয়ে পড়েছে হতাশা। এখন অনেকেরই বদ্ধমূল ধারণা ‘এই বিএনপি দিয়ে আর হবে না’। তবে বিকল্প কোনো শক্তি গড়ে না ওঠায় দেশের জনগণ বিএনপিকে নিয়েই স্বপ্ন দেখছে বলে মনে করেন বিশ্লেষকরা।

রাজনীতি বিশ্লেষকরা বলছেন, সেনা অভ্যুত্থানের জিয়ার মৃত্যুর পর খালেদা জিয়ার নেতৃত্বে দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে একদিকে যেমন ক্ষমতা ফিরে পায় বিএনপি। অন্যদিকে ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় বসা বিএনপি স্বাধীনতাবিরোধী শক্তি জামায়াতকে তোয়াজ করতে গিয়ে নিজেদের জন্য অনিবার্য  পরিণতি ডেকে আনে।

এ প্রসঙ্গে জানতে চাইলে আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. নাজমুল আহসান কলিমুল্লাহ বাংলানিউজকে বলেন, আমার মনে হয় দেশের বৃহৎ একটি রাজনৈতিক দল হিসেবে যে স্ট্র্যাটিজিতে বিএনপির চলার কথা ছিল, সেই স্ট্র্যাটিজিতে তারা নেই। নির্বাচন বর্জন, গণতান্ত্রিক দাবি আদায়ে অগণতান্ত্রিক আন্দোলন ও সঠিক সময় সঠিক সিদ্ধান্ত গ্রহণ না করতে পারায় চরম সংকটে পতিত হয়েছে দলটি।

শুধু বিশেষজ্ঞ মহল বা রাজনীতি বিশ্লেষকরাই নন, খোদ বিএনপি শীর্ষ নেতৃত্বও মনে করছে প্রতিষ্ঠার ৩৮ বছরের মাথায় এসে চরম সংকটকাল অতিক্রম করছে বিএনপি। একের পর এক ‘ভুল’ সিদ্ধান্ত, সমন্বয়হীনতা, তৃণমূল-কেন্দ্রের টানাপোড়েন এবং আমলা-ব্যবসায়ীদের হাতে নেতৃত্ব চলে যাওয়ায় নৈতিকভাবেও দুর্বল হয়ে পড়েছে দলটি।

এ প্রসঙ্গে জানতে চাইলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলানিউজকে বলেন- এটা বলতে আর দ্বিধা নেই, প্রতিষ্ঠার পর এমন সংকটে আগে কখনও পড়েনি বিএনপি। তবে এই সংকট কেবল বিএনপির ভুলের কারণে সৃষ্টি হয়েছে এমনটি নয়। বিএনপির হয়তো কিছুটা ভুল হয়েছে, তার চেয়েও বড় কথা ক্ষমতাসীনরা প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল হিসেবে বিএনপির সঙ্গে সৌজন্যমূলক আচরণ করেনি। এখনও করছে না।

কেউ কেউ বলছেন, পর পর দু’টি ব্যর্থ আন্দোলন শেষে অনেকটা ক্ষয়িঞ্চু শক্তির দলে পরিণত হয়েছে বিএনপি। হঠকারী সিদ্ধান্তে ‘নাশকতা নির্ভর আন্দোলন’র ধাক্কা সামলে উঠতে না পারায় নানা জনস্বার্থ সংশ্লিষ্ট যৌক্তিক ইস্যুতেও কর্মসূচি দিতে ভয় পাচ্ছে তারা। রামপালের মত বড় ইস্যুও হাত ফসকে যাচ্ছে।

প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি
বৃহস্পতিবার সকাল ১০টায় নেতাকর্মীদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে যাবেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি সেখানে পুষ্পার্ঘ্য অর্পণ ও ফাতেহা পাঠে অংশ নেবেন।
দুপুর ২টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করেছে বিএনপি। আলোচনা সভায় উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপারসন।
এছাড়া যথাযথভাবে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করবে সারাদেশে মহানগর, জেলা, থানা-উপজেলা, পৌরসভা ও সব ইউনিট।

তবে অনুমতি না পাওয়ায় প্রস্তুতি নেওয়ার পরও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা করতে পারছে না বিএনপি। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কয়েকদিন আগেই রাজধানীতে শোভাযাত্রা করার অনুমিত চেয়ে চিঠি দিয়েছিল বিএনপি। কিন্তু সে অনুমতি দেওয়া হয়নি।

আজ আতাউল গনি ওসমানীর ৯৮তম জন্মবার্ষিকী

সিলেট: বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মুক্তিবাহিনী ও সেনাবাহিনীর প্রধান বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানীর ৯৮তম জন্মবার্ষিকী আজ (১ সেপ্টেম্বর)।
এ উপলক্ষে দিনব্যাপী নানান কর্মসূচির আয়োজন করেছে ওসমানী স্মৃতি সংসদ।
কর্মসূচীর মধ্যে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত হযরত শাহজালাল (র.) মাজার প্রাঙ্গণে খতমে কোরআন, বাদ জোহর মাজার মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল।
এছাড়া ওসমানীর মাজারে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর পবিত্রা ফাতেহা পাঠ শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়ার আয়োজন করা হয়েছে।

এরপর সন্ধ্যা ৭টায় দরগাহ গেটের নিউ জমজম হোটেলে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
এতে সবাইকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন সংগঠনের সভাপতি সৈয়ীদ আহমদ বহলুল ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জুয়েল আহমদ।

ফ্রান্সে কোকা-কোলা কারখানায় ৩৭০ কেজি কোকেন

ঢাকা: কোমল পানীয় প্রতিষ্ঠান কোকা-কোলার ফ্রান্সের একটি কারখানায় বিপুল পরিমাণ কোকেন পাওয়া গেছে।
 
ঘনীভূত কমলার জুসের একটি চালানের ব্যাগের ভেতর এ কোকেন ছিল। দক্ষিণ আমেরিকার কোস্টারিকা থেকে ফ্রান্সের ওই কারখানায় পাঠানো ব্যাগগুলো খুললে বুধবার (৩১ আগস্ট) কোকেনের বিষয়টি ধরা পড়ে।
ওই চালানে প্রায় ৩৭০ কেজি কোকেন পাওয়া যায়, যার বাজার মূল্য ‍আনুমানিক ৫০ মিলিয়ন ইউরো।
কারখানার কর্মীরা বিষয়টি স্থানীয় পুলিশকে জানালেও এ বিষয়ে ওই কারখানা কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
১৮৮৬ সালে জন পেমবারটন নামে মার্কিন যুক্তরাষ্ট্রের এক ফার্মাসিস্ট কোকা-কোলা উৎপাদনের মূল ফর্মূলা তৈরি করেন। মনে করা হয় কোকা পাতা থেকে কোকেন আহরণ করা হয়।

পাকিস্তানের কৃষকদের জন্য লক্ষ লক্ষ মোবাইল ফোন

পাকিস্তানের কর্মকর্তারা বলছেন, আধুনিক চাষাবাদে উৎসাহিত করার লক্ষ্য নিয়ে সরকার কৃষকদের মধ্যে ৫০ লক্ষ মোবাইল ফোন বিতরণ করার সিদ্ধান্ত নিয়েছে।
পাঞ্জাবের আইটি বোর্ডের চেয়ারম্যান ড. উমার সাইফ বলছেন, আগামী অক্টোবর মাসেই মোবাইল ফোনের প্রথম চালানটি কৃষকদের হাতে পৌঁছুবে।
এই ফোনের মাধ্যমেই কৃষিখাতের বিশেষজ্ঞদের পরামর্শ পৌঁছে যাবে কৃষিজীবীদের কাছে।
ড. সাইফের বরাত দিয়ে পাকিস্তানী বার্তা সংস্থা এপিপি খবর দিচ্ছে, ফসলের ওপর কী পরিমান কীটনাশক ব্যবহার করা হবে, সে সম্পর্কে মোবাইল ফোনের মাধ্যমে কৃষকদের কাছে অ্যালার্ট পাঠানো হবে।
ভারত এবং কেনিয়ায় বিপুল সংখ্যক কৃষিজীবী ইদানিং কৃষিখাতে স্মার্টফোন প্রযক্তি ব্যবহার শুরু করেছেন।
ডেনমার্কের আলবর্গ বিশ্ববিদ্যালয়ের গবেষক হেনড্রিক নচে ভারতে এমন একটি প্রকল্পের সাথে যুক্ত ছিলেন যেখানে অক্ষর জ্ঞানহীন কৃষিজীবীরাও স্মার্টফোন ব্যবহার করে সুবিধে ভোগ করতে পারেন।
তবে নিজের অভিজ্ঞতার আলোকে তিনি বলছেন, কৃষকদের প্রয়োজন হয় এমন অনেক তথ্য এখনও ইন্টারনেটে খুঁজে পাওয়া যায় না।
তবে কৃষিখাতে মোবাইল প্রযুক্তর ব্যবহার শুরু হলে, ভবিষ্যতেএর অনেক সুফল পাওয়া যাবে বলে তিনি মনে করছেন।

Tuesday, August 30, 2016

কুয়েতে ফের আরেক দফা বাস, ট্যাক্সি ভাড়া বৃদ্ধি পেয়েছে

অগ্রদৃষ্টি ডেস্কঃ একটি বিস্ময়কর পদক্ষেপের মাধ্যমে, কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজ ট্যাক্সি এবং বাস ভাড়া বৃদ্ধি করেছে।
গত ৩০শে আগস্ট ২০১৬ইং মন্ত্রীসভার এক বৈঠকে উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রী শেখ মোহাম্মদ খালিদ আল সাবাহ উক্ত ঘোষণাটি দেন।

সদ্য সিদ্ধান্ত অনুযায়ী, পাবলিক ট্রান্সপোর্ট ভাড়া (যাত্রী প্রতি) নিম্নরূপ:

- Movements inside the city 150 fils
- From Kuwait City to suburban areas in Third Ring road - up to 200 fils, or vice versa
- From Kuwait City to residential and industrial suburbs of fourth ring rod - up to 250 fils, or vice versa
- From Kuwait City to residential and industrial suburbs of Fifth Ring road - up to 300 fils, or vice versa
- From Kuwait City to suburban residential and remote areas of Sixth ring or vice versa 350 fils
- From Kuwait City to Al-Ahmadi and Fahaheel or vice versa 600 fils
- From Kuwait City to Fintas, or vice versa 500 fils
- From Kuwait City to Jahra or vice versa 600 fils

Taxi rates are defined separately for roaming taxi, call taxi and airport taxi.

Roaming taxis will charge minimum 350 fils for a trip and 0.125 fils per every kilometre and 0.040 fils per minute as waiting charge.

For call taxis, the minimum fare will be 600 Fils and 0.200 Fils for every kilometre. Waiting charge will be 0.070 fils per minute.

New fare for airport taxis will varies from 5 KD to 18 KD according to the category of the taxi.

1 - Taxi Start (Normal Tariff) / 500 Fils
2 - Taxi 1km (Normal Tariff) / 0.150 Fils
3 - Taxi 1 Minute Waiting (Normal Tariff) / .050 Fils / Minute
Call Taxi :
1 - Taxi Start (Normal Tariff) / 600 Fils
2 - Taxi 1km (Normal Tariff) / 0.200 Fils
3 - Taxi 1 Minute Waiting (Normal Tariff) / .070 Fils / Minute
Airport Taxies (Table) : 1 - 10
5
Firdous , Sulaibiya - Sabah Al-Nasser - Abdullah al-Mubarak
KD7
KD10
KD13
KD18
6
Dhahar - Qurain - Adan - Qusoor - Jaber Al-Ali - Fintas - Hadiya - Rigga - Fahad Al-Ahmad
KD7
KD10
KD18
KD22
7
Mangaf - Subahiya - Fahaheel - Ahmadi - Shuaiba - Sabah Al-Ahmad - Ali Sabah Al-Salem
KD7
KD13
KD18
KD22
8
Jahra - Mutlaa - Doha Port - Jaber Al-Ahmad - Saad Al-Abdullah - Qairawan
KD12
KD18
KD22
KD27
9
Sabah- Al-Ahmad Sea City - Al-Zour Port - Khiran
KD17
KD22
KD27
KD32
10
Abdali - Salmi - Nuwaiseeb - Subbiya - Wafra
KD21
KD27
KD32
KD35

সূত্র, কুয়েত টাইমস এবং আরব টাইমস

Saturday, August 27, 2016

কুয়েতে কিছু কোম্পানিতে বাংলাদেশী শ্রমিকরা নানান সমস্যায় জর্জরিত


স্টাফ রিপোর্টারঃ প্রায় ৯ বছর আগে কুয়েতের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ এক শ্রমিক আন্দোলনের মাধ্যমে তখনকার বাংলাদেশী শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার আদায়ে সক্ষম হয়েছিল।
যদিও সেসময় অধিকার আদায়ে শ্রমিকরা সফল হয়েছিল ঠিক’ই; কিন্তু সেজন্যে অনেক রক্ত ক্ষয়, তীব্র ঘাত-প্রতিঘাতের মোকাবেলা করে,মোটকথা কঠিন এক নির্যাতনের শিকার হতে হয়েছিল সেইসব শ্রমিকদের।
বোধকরি বর্তমান প্রেক্ষাপট খুব সহজেই মনে করিয়ে দিচ্ছে সেইসব শ্রমিকদের আন্দোলনের করুণ ইতিহাসের কথা, তখনকার শ্রমিকদের আন্দোলনে অর্জিত ফসল ছিল তুচ্ছ সেইসব শ্রমিকদের সীমাহীন লোকসানের কাছে। আজও সেইসব শ্রমিকদের কান্না কানে বাজে তথা এখনো সেইসব বেদনার স্মৃতি পীড়া দেয় প্রত্যক্ষদর্শীদের।
গত ২৫শে আগস্ট ২০১৬ইং কতিপয় কোম্পানিতে কর্মরত সদ্য বাংলাদেশ থেকে আসা শতাধিক বাংলাদেশী শ্রমিকরা তাদের কর্মস্থল ত্যাগ করে আকামা সংক্রান্ত জটিলতা, গাদাগাদি করে অমানবিক পরিবেশে জীবনযাপন সহ অপরিশোধিত বেতন সম্পর্কিত বিষয় গুলো অবহিত করার লক্ষে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের শরণাপন্ন হয়েছিল।14141834_1082691671801089_8226453975441037088_n (1)
এদিকে উক্ত শ্রমিকদের ব্যাপারে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর আব্দুল লতিফ বলেন, সদ্য বাংলাদেশ থেকে আসা শ্রমিকরা যথা নিয়মানুসারে কুয়েতে আসেনেনি; ফলে বর্তমানের এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
তিনি বলেন, যেকোনো ভিসা এখানে ইস্যু হলে অবশ্যই দূতাবাস কর্তৃক সেটি সত্যায়িত করিয়ে নিতে হয়; কিন্তু আজকের এই বিপদগ্রস্থ শ্রমিকদের ক্ষেত্রে তাদের ভিসা গুলো তখন দূতাবাস কর্তৃক সত্যায়িত করা হয়নি।
তিনি আরো বলেন, বর্তমানে নানা সমস্যায় বিপদগ্রস্থ এইসব শ্রমিকরা যেসব এজেন্টদের মাধ্যমে এখানে এসেছেন; সেসব এজেন্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে কুয়েতে বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দরা এক যৌথ বিবৃতিতে বলেন, সদ্য বাংলাদেশ থেকে আসা শ্রমিকদের নানান সমস্যা ছাড়াও কিছু ক্লিনিং কোম্পানিতে কর্মরত পুরাতন শ্রমিকদের উপর আকামা ব্যয়ভার হিসেবে কোম্পানি কর্তৃক বিপুল পরিমাণের টাকা দাবী করে চলেছে, যেটি সম্পূর্ণ অবৈধ ও অনিয়মতান্ত্রিক বলে আখ্যায়িত করেন নেতৃবৃন্দরা।14088684_1082691605134429_1225234703467641893_nকুয়েতে বেশ কিছু কোম্পানিতে কর্মরত শ্রমিকদের নানান সমস্যার প্রেক্ষিতে ভুক্তভোগী শ্রমিকদের লাগাতার আন্দোলন ও কর্মবিরতি অনেকটাই জানান দিচ্ছে আজ থেকে প্রায় ৯ বছর আগের সেই অনাকাংখিত পরিস্থিতির পুনরাবৃত্তি।
চলবে………………