Monday, February 29, 2016

বীরগঞ্জে পুরোহিত যজ্ঞেশ্বর হত্যার প্রতিবাদে মানববন্ধ অনুষ্ঠিত হয়েছে।

এন.আই.মিলন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ঃ বীরগঞ্জে হিন্দু বৌদ্ধ, খৃষ্টান ঐক্য পরিষদ ও দূর্গাপূজা উদর্যাপন পরিষদের উদ্দ্যোগে মহারাজ যজ্ঞেশ্বর রায়কে হত্যা, সংখ্যালঘুদের উপর হামলা ও ধর্মীয় প্রতিষ্ঠান ভাংচুরের প্রতিবাদে মানববদ্ধন অনুষ্ঠিত হয়েছে।
২৯ ফেব্রুয়ারী সোমবার বেলা ১১ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বীরগঞ্জ উপজেলা হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান ঐক্য পরিষদ ও দূর্গাপূজা উদর্যাপন পরিষদের উদ্দ্যোগে পুরাতন শহীদ মিনার চত্ত্বরে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার গৌড়িয় মঠ মন্দিরের পুরোহিত  মহারাজ যজ্ঞেশ্বর রায়কে হত্যা, সংখ্যালঘুদের উপর হামলা ও ধর্মীয় প্রতিষ্ঠান ভাংচুরের প্রতিবাদে মানববদ্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন চলা কালে দিনাজপুর পঞ্চগড় মহাসড়কে এক ঘন্টা যান চলাচল বন্দ ছিলো।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন হিন্দু বৌদ্ধ, খৃষ্টান ঐক্য পরিষদের  সাধারণ সম্পাদক প্রভাষক চিত্তরঞ্জন রায়, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যাপক কালীপদ রায়, বীরগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ খয়রুল ইসলাম চৌধুরী, পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ মোশারফ হোসেন বাবুল, উপজেলা কমিউনিষ্ট পার্টি সভাপতি প্রশাস্ত কুমার সেন, জয়নন্দ ইস্কন মন্দিরের অধ্যক্ষ গোবর্ধন হরিদাস, কাহারোল উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক ডা. রাজেন্দ্র নাথ দেবনাথ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব মাঈনদ্দিন অহম্মেদ, সাধারণ সম্পাদক আবু সামা মিয়া ঠান্ডু, সদস্য বাবু বিমল চন্দ্র দাস, বীরগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আবেদন আলী, বীরমুক্তিযোদ্ধা এস এম এ খালেক, বীরগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি মীর কাশেম লালু প্রমুখ।
বক্তাগণ অবিলম্বে উক্ত ঘটনার সাথে জড়িত সন্ত্রাসী ও দুঃস্কৃতকারীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দ্রত বিচারের আহব্বান জানান।

No comments:

Post a Comment