Monday, February 29, 2016

সিলেটে আটক ডাকাত,বিপুল মালামাল উদ্ধার

সিলেট প্রতিনিধি:  সিলেটে আটক আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্যের দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী ‍অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মালামাল উদ্ধার করেছে পুলিশ।

উদ্ধার হওয়া মালামালের মধ্যে রয়েছে ৫০ ভরির বেশি স্বর্ণালঙ্কার, দেশি-বিদেশি প্রায় ৫ লক্ষাধিক টাকা, ২ কেজি ইমিটেশনের গহনা, ৩৬টি মোবাইল সেট, ৬টি ল্যাপটপ ইলেকট্রনিক্স সামগ্রী এবং ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম।

সোমবার (২৯ ফেব্রুয়ারি) জেলা পুলিশ লাইনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সিলেট জেলার সহকারী পুলিশ সুপার নুরুল ইসলাম এসব তথ্য জানান।

নুরুল ইসলাম আরও জানান, আটক ডাকাতদের দেওয়া তথ্যের ভিত্তিতে সিলেট নগরীর মধুশহীদ এলাকার ১৫/বি বাড়ি থেকে এসব মালামাল উদ্ধার করা হয়েছে।

এর আগে শনিবার (২৭ ফেব্রুয়ারি) ভোররাতে সিলেটের বিশ্বনাথ উপজেলার অলঙ্কারি ইউনিয়নের মিরেরগাঁও গ্রামের মহরম আলীর বাড়িতে ১৪/১৫ জনের ডাকাতদল হানা দেয়। জনতা ধাওয়া করে এদিন সাবুল খান (৩৫) নামে এক ডাকাতকে আটক করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ওই বাসা থেকে মালামাল উদ্ধার এবং ডাকাতদের আটক করা হয়।

আটক অন্য ডাকাতরা হলেন নগরীর কাজলশাহ এলাকার নূর উদ্দিন, সিলেট সদর উপজেলার মেজরটিলা এলাকার কৃষ্ণ দেবনাথ, কুমিল্লা জেলার রেখা বেগম ও সুনামগঞ্জের দিরাই উপজেলার সোহেল আহমদ।


এদের মধ্যে আটক রেখা বেগমের এক ছেলেও ডাকাত দলের সদস্য, যোগ করেন নুরুল ইসলাম।এর আগে শনিবার (২৭ ফেব্রুয়ারি) ভোররাতে সিলেটের বিশ্বনাথ উপজেলার অলঙ্কারি ইউনিয়নের মিরেরগাঁও গ্রামের মহরম আলীর বাড়িতে ১৪/১৫ জনের ডাকাতদল হানা দেয়। জনতা ধাওয়া করে এদিন সাবুল খান (৩৫) নামে এক ডাকাতকে আটক করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ওই বাসা থেকে মালামাল উদ্ধার এবং ডাকাতদের আটক করা হয়।

আটক অন্য ডাকাতরা হলেন নগরীর কাজলশাহ এলাকার নূর উদ্দিন, সিলেট সদর উপজেলার মেজরটিলা এলাকার কৃষ্ণ দেবনাথ, কুমিল্লা জেলার রেখা বেগম ও সুনামগঞ্জের দিরাই উপজেলার সোহেল আহমদ।

এদের মধ্যে আটক রেখা বেগমের এক ছেলেও ডাকাত দলের সদস্য, যোগ করেন নুরুল ইসলাম।

No comments:

Post a Comment