Thursday, September 1, 2016

কুয়েত সরকারের কঠোর নজরদারিতে সভা-সমাবেশ ও দেশটির বিমান,নৌ ও স্থলবন্দর

অগ্রদৃষ্টি ডেস্কঃ কুয়েতের নিরাপত্তা খাতে কঠোর নির্দেশ জারি করেছে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয়।
বিশ্বস্ত একাধিক সূত্র থেকে প্রাপ্ত খবরের ভিত্তিতে দেশটিতে বিশৃঙ্খলার সৃষ্টির আভাস পাওয়া গেলে সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
আর এজন্য কুয়েতের অভ্যন্তরে বিনা অনুমতিতে সভা, সমাবেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয়।
দৈনিক পত্রিকা ‘’আন-নাহার’’ উক্ত মন্ত্রণালয়ের বরাত দিয়ে এমনই একটি নিউজ করেছে।

এদিকে কুয়েতের বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জানাগেছে, সমুদ্রপথ, আকাশপথ বা স্থলপথে কোন ধরনের অস্ত্র-গোলাবারুদ, বিস্ফোরক বা মাদকদ্রব্য আসা ঠেকাতে ৩৩ দেশের মতো কুয়েতেও চলছে এ অভিযান।

দেশটিতে বিস্ফোরকদ্রব্যসহ অন্যান্য আমদানি নিষিদ্ধ পণ্য আটকের ওপর জোর দেয়া হচ্ছে।বিশ্বের বিভিন্ন দেশে জঙ্গী হামলার প্রেক্ষিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আন্তর্জাতিকভাবে এ পদক্ষেপ নেয়া হয়েছে। এর উদ্দেশ্য অবৈধভাবে যেন কোন ধরনের আগ্নেয়াস্ত্র বা বিস্ফোরক এবং মাদকদ্রব্য পরিবহন হতে না পারে।

এদিকে দেশের অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টি এবং নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এমন সব ধরনের  কর্মকাণ্ড থেকে বিরত থাকতে দেশটিতে বসবাসরত সকল প্রবাসীদেরকে অনুরোধ করা হয়েছে।
সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে এসে কঠিন শাস্তি প্রদান করা হবে।





No comments:

Post a Comment