Sunday, September 4, 2016

রাঙ্গুনিয়ায় শীল কল্যাণ মেধাবৃত্তি পুরষ্কার বিতরণ অনুষ্টিত



রাঙ্গুনিয়া প্রতিনিধি : রাঙ্গুনিয়া উপজেলা শীল কল্যাণ সমিতি মেধাবৃত্তি পুরষ্কার বিতরণ অনুষ্ঠান শুক্রবার (২ সেপ্টেম্বর) উপজেলা পাবলিক হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সমিতির সভাপতি নির্মল চন্দ্র শীলের সভাপতিত্বে ও সহ-সম্পাদক উত্তম কুমার শীলের স ালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক দ্বিপায়ন সুশীল। প্রধান অতিথির বক্তব্য রাখেন আর্ন্তজাতিক সংস্থা ইউনেষ্কোর সদস্য ও বিশিষ্ট সমাজ সেবক মিলন শর্মা। উদ্ভোধক ও প্রধান বক্তা ছিলেন অজিত কুমার শীল ও সুভাষ মহাজন। বিশেষ অতিথি ছিলেন সুখেন্দু বিকাশ শীল, সরফভাটা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মাষ্টার আবদুর রউফ, ডা. মতিলাল শীল, অধ্যাপক অসীম কুমার শীল, মাষ্টার ইসকান্দর মিয়া তালুকদার, নুর মোহাম্মদ আজাদ, মাষ্টার বিমল কুমার শীল, মাষ্টার সেলিমূল হক, সংবর্ধিত অতিথি মেধাবৃত্তি পরিচালনা উপ-কমিটি আহবায়ক প্রধান শিক্ষক রতন কুমার শীল, ডা. অসীম বরণ সেন, আশ্সি কুমার শীল, মানিক চন্দ্র শীল, সনজিব কুমার সুশীল, যদু সিংহ, অভিভাবক সম্ভু কান্তি বিশ্বাস, শিক্ষার্থী তারমিন আকতার রিমি।
এতে আরো উপস্থিত ছিলেন চন্দন সেন, ডা. সুভাষ চন্দ্র সেন, মাষ্টার প্রকাশ কুমার শীল, দিলীপ কুমার শীল, প্রণব শীল জিকু, চন্দন শীল, সমীর শীল, স্বপন কান্তি শীল, গোপাল কৃষ্ণ শীল, শিল্পী রানী শীল, রাজিব শীল, মাষ্টার শ্রীকান্ত দাশ, ডাঃ বিভূতি মহাজন, এস.এম জাহাঙ্গীর আলম, মাহফুজুল হক চৌধুরী, হৃদয় দাশ প্রমুখ। প্রধান অতিথি বলেন রাঙ্গুনিয়া উপজেলা শীল কল্যাণ সমিতি কর্তৃক মেধাবৃত্তি পরীক্ষা প্রচলনের মাধ্যমে একটি মহতি উদ্যোগ গ্রহণ করেছেন। আমি সেই জন্য প্রথমে সমিতির নেতৃবন্দকে ধন্যবাদ জানাচ্ছি। নেপোলিয়ান বলেছিলেন আমাকে একজন শিক্ষিত মা দাও আমি একটি শিক্ষিত জাতি উপহার দিব। শিক্ষা দেশ ও জাতির মূল্যবান সম্পদ। একটি জাতি শিক্ষিত হলে দেশ উপকৃত হয়। বর্তমান বিশ্বায়নের যুগে প্রতিটি ছাত্র-ছাত্রীকে তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে শিক্ষা গ্রহণ করতে হবে। সামাজিক সংগঠন এইরকম মেধাবৃত্তি পরীক্ষা প্রচলনের মাধ্যমে গ্রামের প্রত্যন্ত অ লের শিক্ষার্থীরা দেশের উচ্চতর শিক্ষা গ্রহণে আগ্রহী হয়ে উঠতে সহায়তা করে। তিনি ভবিষ্যতে এই ধরনের উদ্যোগ গ্রহণ করার জন্য সমিতি নেতৃবৃন্দের প্রতি আহবান জানান। পরে প্রধান অতিথি বৃত্তিপ্রাপ্ত ৬৮ জন ছাত্র-ছাত্রীর মাঝে আর্থিক বৃত্তি, সনদ ও ফুল প্রদান করা

No comments:

Post a Comment