Sunday, September 4, 2016

ছাতকে ইমামসহ সর্বমহলের উপস্থিতিতে জঙ্গি বিরুধী সভা



চান মিয়া, ছাতক (সুনামগঞ্জ)ঃ ছাতকের কালারুকা ইউনিয়নের হাজি কমর আলী উচ্চ বিদ্যালয়ের জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী সভা বিভিন্ন জামে মসজিদের ইমাম, বর্তমান ও সাবেক ইউপি সদস্য, সাংবাদিক, রাজনীতিবিদ, সমাজসেবী, গন্যমান্য ব্যক্তি, শিক্ষক,  ছাত্র-ছাত্রীসহ সমাজের বিভিন্ন শ্রেণীর লোকজনের সরব উপস্থিতে যেন এক মিলন মেলায় পরিণত হয়। শনিবার সকাল ১১টায় জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ নিপাত যাক মানবতা মুক্তি পাক এ শ্লোগান নিয়ে বিদ্যালয়ের সম্মেলন কক্ষে প্রধান শিক্ষক এএইচএম কামালের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মাওলানা সফিকুর রহমানের স ালনায় অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, সাবেক মেম্বার আব্দুল কবির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হাসনাবাদ টাইটেল মাদরাসার শিক্ষা সচিব ও রাজাপুর জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা সদরুল আমিন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আফতাব উদ্দিন, লামাপাড়া-বিল্লাই জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আলা উদ্দিন, শিক্ষক আলমগীর হোসেন ও মতছির আলী, কমিটির শিক্ষানুরাগী সদস্য লায়েক মিয়া, ইউপি সদস্য কবির আহমদ, গোলাম আহমদ, সমাজসেবী আরশ আলী, সাব্বির আহমদ। সভায় উপস্থিত ছিলেন, কালারুকা বাজার জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুর রহিম, পরিচালনা কমিটির সদস্য ও বর্তমান মেম্বার সদরুল ইসলাম, হোছাইন আহমদ, গিয়াস উদ্দিন, দৈনিক সিলেটের ডাকের গোবিন্দগঞ্জ প্রতিনিধি বদর উদ্দিন আহমদ, দৈনিক ইনকিলাব প্রতিনিধি চান মিয়া, সমাজসেবী শিহাব উদ্দিন, নূরুল হক, কয়েছ মিয়া, মুক্তিযোদ্ধা মাষ্টার আব্দুল আহাদ, সাবেক মেম্বার খায়রুল ইসলাম, এসএমসির সাবেক সদস্য নূরুল হক-কুটি, সায়েম আহমদ, মোহাম্মদ আলী প্রমূখ। সভার শুরুতে কালামে পাক থেকে তেলাওয়াত করেন, শিক্ষার্থী এনামত আলী তাহির। সভায় বক্তারা বলেন, ইসলাম সন্ত্রাসবাদকে কখনও সমর্থন করেনি। এজন্যে সব পরিবারকেই এক্ষেত্রে সচেতন ভূমিকা পালনের উপর গুরুত্বারোপ করেন। এদিকে ছাতক জালালিয়া আলিম মাদরাসায় সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। শনিবার মাদরাসা প্রাঙ্গনে পরিচালনা কমিটির সভাপতি আবদুর রহিমের সভাপতিত্বে ও মাওলানা আলী আসগর খানের পরিচালনায় বক্তব্য রাখেন, অধ্যক্ষ মাওলানা আব্দুল আহাদ, হাফেজ আবুল বশর, সিরাজুল ইসলাম সিরাজী। এসময় উপস্থিত ছিলেন, পরিচালনা কমিটির সদস্য হাজি সৈয়দ মোঃ লাহিন মিয়া, মাওলানা এটিএম নোমান, সাইফুল ইসলাম, মাষ্টার আবদুল করিম, মাহবুবুল আলম পারভেজসহ ছাত্র-শিক্ষক, অভিবাবকসহ বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন। সভার শুরুতে ক্বোরআন তেলাওয়াত করেন, হাফেজ আবদুল আল মাসনুন।

No comments:

Post a Comment