Saturday, December 19, 2015

রিশালে পারিবারিক নির্যাতন প্রতিরোধ ও সুরক্ষা আইনের ধারণা ও প্রয়োগ সম্পর্কিত অভিজ্ঞতা বিনিময় কর্মশালা


অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে :  সোশ্যাল আপলিফটমেন্ট ভলান্টারী অর্গানাইজেশন-এসইউভিও ও পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোটের আয়োজনে এবং অক্সফ্যামের সহযোগিতায় ১৯ ডিসেম্বর শনিবার সকালে বরিশাল বিডিএস কনফারেন্স রুমে পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষা আইন- ২০১০ এর প্রয়োগের ৫ বছরের অভিজ্ঞতা বিনিময় শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. নূরুল আলম। সভাপতিত্ব করেন বরিশালের পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোটের আহ্বায়ক অধ্যক্ষ প্রফেসর মো. হানিফ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাশিদা বেগম, অক্সফ্যামের জেন্ডার ম্যানেজার নাজমুন নাহার, আমরাই পারি ক্যাম্পেইনের জাতীয় সমন্বয়কারী জিনাত আরা হক, আমরাই পারি জাতীয় কমিটির সদস্য এ্যাড. ফরিদা ইয়াসমিন। এছাড়াও উপস্থিত ছিলেন আভাস’র নির্বাহী পরিচালক, আমরাই পারি জেলা জোট সদস্য রহিমা সুলতানা কাজল, ব্লাস্ট’র কোÑঅর্ডিনেটর মো. খলিলুর রহমান, এ্যাড. মুনিরা পারভীন, এ্যাড. শাহিদা বেগম, বিভিন্ন এনজিও এবং সরকারী প্রতিনিধি, স্থানীয় ও জাতীয় পত্রিকায় কর্মরত সাংবাদিকবৃন্দ।
আমরাই পারি জেলা জোট সদস্য, আভাস-এলএইচডিপি প্রকল্প সমন্বয়কারী নাসরিন আকতারের উপস্থাপনায় মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন আমরাই পারি জেলা জোট সদস্য সচিব ও এসইউভিও’র নির্বাহী পরিচালক হাসিনা বেগম নীলা। সভায় পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষা আইন-২০১০ সম্পর্কে ধারণা প্রদান করেন সংগঠনের জাতীয় কমিটির সদস্য এ্যাড. ফরিদা ইয়াসমিন। সভায় আইনটি সম্পর্কে সকলকে অবগত করানো এবং তার যথাযথ ব্যবহার সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।

No comments:

Post a Comment