Wednesday, December 16, 2015

ফেব্রুয়ারি থেকে মোবাইল ফোন সেটের নিবন্ধন


অগ্রদৃষ্টি ডেস্কঃ ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, আগামী ফেব্রুয়ারি মাস থেকে মোবাইল ফোনের নিবন্ধনও ( সেটের স্বতন্ত্র নম্বর -আইএমইআই এর নিবন্ধন ) বাধ্যতামূলক করা হচ্ছে।

বুধবার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কার্যালয়ে বায়োমেট্রিক পদ্ধতির উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তারানা হালিম বলেন, মানুষের নিরাপত্তা ও স্বস্তির বিষয়টি নিশ্চিত করতে সিম নিবন্ধন ও আইএমইআই নম্বর নিবন্ধন জরুরি। সিম নিবন্ধন শেষ হলে মানুষের অর্ধেক নিরাপত্তা নিশ্চিত হবে। আমরা মানুষকে পূর্ণ নিরাপত্তা দিতে চাই। এ জন্য আইএমইআই নিবন্ধন করতে হবে। ফেব্রুয়ারিতে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেবে বিটিআরসি।

বিটিআরসি চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ, বিভিন্ন মোবাইল অপারেটরের প্রধান নির্বাহী এ সময় উপস্থিত ছিলেন।

No comments:

Post a Comment